আমাদের কথা খুঁজে নিন

   

রামু তে যে কাজ হয়ে গেল।

আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি... কিছুদিন আগেই দেশের দক্ষিণাঞ্চলে যে কাজ ঘটে গেল তার তীব্র নিন্দা জানাই। নিন্দা জানাই এখনো এই কাজের পক্ষে যারা সাফাই গাইছেন। নিন্দা জানাই সেই সব ধর্মান্ধদের যারা দেশকে বাংলাস্থান করার পরিকল্পনায় মত্ত। আমরা বাংলাদেশী। জাতি বর্ণ নির্বিশেষে আমরা বাস করবো আমাদের সোনার বাংলাদেশে।

আমাদের দেশের দিকে আঙ্গুল তুলে দেখাবে শান্তি প্রিয় মানুষ। একটুকরো শান্তির জন্য অনেক স্থান থেকে মানুষ ছুটে আসবে আমাদের সোনার বাংলায়। প্রবাসীরা কিন্তু এখনো প্রবাসে নিজের দেশের মানুষের সাথে এক হয়ে বাস করে। নেই বিভেদ। তবে বাংলাদেশে কেন রামুর মন্দির পুড়ে।

কেন ধর্মান্ধরা নিজেদের স্বার্থে ধর্মকে ব্যবহার করে। আর কেনই বা সাধারণ মানুষ তাদের সমর্থন করে। কারণ আমরা খুব অল্পতেই আমাদের অনুভতি প্রকাশ করি। খুব আল্পতেই আমাদের ভেতরের পশুত্বকে জাগিয়ে তুলি। কিন্তু এই পশুত্তের মাঝে যে এক মাটির মানুষ আছে এই খবর কে রাখে ?? মুসলমানরা যেভাবে বলে" মুসলমানরা ভাই ভাই " সেভাবে কেন উনারা বলেন না " আমরা মানুষ ভাই ভাই, আমরা বাংলাদেশী ভাই ভাই।

" ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.