বিকাল ৪ টা ১০ মিনিট। ফুলার রোড এর সামনে দিয়ে যাচ্ছিলাম, দেখি সামনে মদ্ধবয়স্ক কিছু মানুষের জটলা। একজন কে জিজ্ঞেস করাতে জানতে পারলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর ভর্তি পরীক্ষা চলছে। যারা দাঁড়িয়ে বা বসে আছে তারা সবাই গার্ডিয়ান। হঠাৎ চোখ পড়লো একজন মা কাথা-বালিশ নিয়ে হাজির।
প্রথমে মনে হল এইটুকু সময় এতো আরাম আয়েশের কি হল আবার। ইচ্ছা হল আক্তু কথা বলি -
আমিঃ অ্যান্টি, একদম কাথা-বালিশ নিয়ে যে ! (মৃদু হেসে)
অ্যান্টিঃ হ্যাঁ বাবা, ভাব্লাম কই রাখব আবার নিয়েই আসি।
আমিঃমানে? বাসায় রাখবেন দুই ঘণ্টার ই তো বেপার।
অ্যান্টিঃ বাবা আমি কুরিগ্রাম থেকে গতকাল ছেলে কে নিয়ে আসছি থাকার কোনও জায়গা নাই,কাল রাতে রেলস্টেশন এ ছিলাম আজ রাতে বারি চলে যাব।
আমার কথা বলার আর কোনও ভাষা খুঁজে পেলাম না।
যত দ্রুত সম্ভব চলে গেলাম সেখান থেকে। একটা কথাই মনে আসল বার বার এ কেমন দেশ? বিশ্ববিদ্যালয় এ ভর্তির জন্য এত যুদ্ধ করতে হয়?কবে শেষ হবে আই ঢাকা-মুখী উন্নয়ন?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।