শিক্ষকদের হেফাজতে ইসলামের সঙ্গে তুলনা এবং বাঁশের লাঠি নিয়ে ছাত্রলীগকে প্রতিহত করার আহ্বানের অডিও রেকর্ড ফাঁসের পর শনিবার দুপুরে উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেনের সঙ্গে দেখা করেন শিক্ষক সমিতির নেতারা।
এ সময় তারা শিক্ষকদের নিয়ে উপাচার্যের আপত্তিকর মন্তব্য সম্বলিত অডিও রেকর্ডটি বাজিয়ে শোনান।
উপাচার্যের সঙ্গে সাক্ষাত শেষে শিক্ষক সমিতির নেতারা সাংবাদিকদের জানান, উপাচার্য তাদের কথা শুনেছেন এবং লিখিত জবাব দেবেন বলে জানিয়েছেন।
এ বিষয়ে বঙ্গবন্ধুর আদর্শ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের সম্পাদক অধ্যাপক আমির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ধরনের আপত্তিকর মন্তব্য করে উপাচার্য পদে বহাল থাকাটা অনৈতিক।
শিক্ষক সমিতির সভাপতি সম্পাদক অধ্যাপক শরিফ উদ্দিন সাংবাদিকদের বলেন, “উপাচার্যকে পদত্যাগে শিক্ষক সমিতি সময় বেঁধে দিয়েছে। পদত্যাগ না করলে পরবর্তী কর্মসূচি দেয়া হবে।”
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।