আমাদের কথা খুঁজে নিন

   

"পড়ে দেখুন এবং আমায় একটা সাজেসান দিন"

রাজনীতি আমার ভাল লাগে না কিন্তু আমি রাজনীতির একটি অংশ । যোগ্য ব্যাক্তি দেখি না যে , যাকে ভোট দিবো । তাই অনেকদিন ভোটার আইডি বানানোর ইচ্ছে হয় নাই । কিন্তু সামনে কাকে ভোট দিবো বুঝতে পারছি না । দুই দলের কোনটায় কলঙ্ক মুক্ত নয় ।

তবু ও একটা পার্থক্য করি । দুই দলেরই ভালকাজ অতিনগন্য । তাই ভালোর ছেয়ে পার্থক্যে খারাপদিক বেশী আসবে । বি.ন.পি : ১ .দূর্নীতিবাজ ২ .যোগ্য ও শিক্ষিত নেতৃত্যের অভাব । ৩ . স্বাধীনতা বিরোধী মনোভাব ।

৪ . ক্ষমতার অপব্যবহার । ৫ .পারিবারিক রাজনীতি । ৬ .রাজনীতিবিদের ছেয়ে ব্যবসায়ী কিংবা টাকার গুরুত্ব বেশী । ৭ .ধর্ম প্রীতি ,বিশেষ করে ইসলাম ধর্ম । ৮ .নারী নেতৃত্য ।

আওয়ামী লীগ : ১ . দূর্নীতিবাজ । ২ . তুলনামূলক গলাবাজ নেতা বেশী । ৩ . ভারতপ্রীতি এবং আমেরিকা প্রীতি । ৪ . ক্ষমতার অপব্যবহার এবং জাতীয় সিদ্ধান্তে গাফলতি । ৫ . পারিবারিক রাজনীতি ।

৬ . স্যেকুলার কিংবা ধর্ম বিদ্বেষী । ৭. একনায়কতন্ত্রতা কিছুটা বেশী । ৮ .নারী নেতৃত্য । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.