বর্তমান সমাজে সবচেয়ে বড় পাপ ‘বর্ণবাদ’। এমনকি এই অনৈতিকতা সন্ত্রাসবাদকেও ছাড়িয়ে গেছে। নতুন এক সমীক্ষার ফলাফলে এ তথ্য পাওয়ার কথা দাবি করেছেন গবেষকেরা। যুক্তরাজ্যের দ্য ডেইলি স্টারের প্রতিবেদনের বরাত দিয়ে আজ মঙ্গলবার পিটিআইয়ের এক খবরে এ কথা জানানো হয়েছে।
গবেষকদের তথ্যমতে, আজকের সমাজে সবচেয়ে পাপ বা অনৈতিক কাজগুলোর তালিকায় রয়েছে—মদ্যপান, পারিবারিক সহিংসতা, করফাঁকি, বর্ণবাদ, সন্ত্রাসবাদ, নিপীড়ন ও গোঁড়ামি।
প্রতিবেদনে বলা হয়, হাল আমলের সবচেয়ে বড় পাপ হিসেবে বর্ণবাদের কথা এসেছে। তালিকায় এটি সন্ত্রাসবাদেরও ওপরে।
অক্সফোর্ড অভিধান অনুযায়ী, বর্ণবাদ হলো কোনো গোষ্ঠীর এমন বিশ্বাস, যা তার মধ্যে এই ধারণার জন্ম দেয় যে সে অন্য গোষ্ঠীর চেয়ে বৈশিষ্ট্য, দক্ষতা ও গুণাবলিতে সেরা।
টেলিভিশন চ্যানেল সিবিএস রিয়্যালিটির এক জরিপে এসব তথ্য পাওয়া গেছে। আদি সাত পাপ ক্রোধ, ঈর্ষা, লোভ, অতিভোজন, আলস্য, কাম ও গর্ব—এগুলোর ওপর ভিত্তি করে গবেষণাটি চালানো হয়।
এ তালিকাটি আদি পাপের আধুনিক রূপ।
এই প্রকল্পের পরিচালক স্যাম রোডেন বলেন, আজকের বড় ইস্যুগুলোর প্রতি সাধারণ মানুষের অনুভূতি কেমন, এই গবেষণা এ ব্যাপারে আমাদের চোখ খুলে দিয়েছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।