ভালো থেকো ফুল মিষ্টি বকুল ভালো থেকো একদিন আমি ভালোবেসেছিলাম, একদিন আমি ডুবেছিলাম চাঁদের গহন জ্যোৎস্নায়, একদিন আমি কুড়িয়েছিলাম নানা রঙের স্বপ্ন, একদিন আমি কেঁদেছিলাম শিশিরভেজা নিশীথ রাতের মতোন। একদিন আমি ভালোবেসেছিলাম, বাড়িয়েছিলাম হাত আকাশ-পানে, নেমেছিলাম আঁধার পথে,কেঁদেছিলাম একা, ঘোর কুয়াশায়। একদিন আমি ভালোবেসেছিলাম, মেতেছিলাম দখিনা হাওয়ায়, মেঘের ভেলা ভাসিয়েছিলাম চাঁদে, বুক ভরে নিয়েছিলাম শেফালিফুলের গন্ধ। সুগোল পূর্ণিমায় আমার হৃদয় হয়েছিল নরম নদী, একদিন আমি ভালোবেসেছিলাম, রাতের আকাশে নক্ষত্রেরা জেগে ছিল, গহীন অন্ধকারে জেগেছিলাম আমি, আর চোখের কোনে লুকিয়েছিলাম জল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।