শাফিক আফতাব------------------------------------------------- একদিন ভালোবাসা গুলো তোমার উপচে পড়েছিলো দুকূল প্লাবিত বর্ষার নদী ; একদিন প্রেমের বউল পড়েছিলো, শাশ্বত কালনিরবধি। একদিন তুমি খুলে দিয়েছিলে তোমার সমস্ত আকাশ মনের হুক খুলে দিয়ে কাছে টেনে বড় আপন করেছিলে আর গুনগুন করেছিলো বসন্তের সুবাসিত বাতাস। একদিন তুমি তোমার সংরক্ষিত এলাকায় প্রবেশের অনুমতি দিয়েছিলে বসতে দিয়েছিলে তোমার সরাই খানায় অবগাহনের অনুমতি দিয়েছিলে নরম নদীতে আমার সাথে হারিয়েছিলে নীল আকাশে সীমায়। একদিন তুমি পাগল হয়েছিলে আমার রাজবাড়ি দর্শনে সারারাত্রি ঘিরে গল্পের প্লটে কাহিনী বিন্যাস করেছিলে তুমি তোমার এক্সক্লুসিভ এলাকায় থাকে যে স্বর্গবতী ফল মুখে তুলে দিয়ে বলেছিলে, স্বর্গ হারাও এই ফল চুমি। একদিন তুমি আমাকে দিয়েছিলে রাজার সিংহাসন তোমার সত্তায় দিয়েছিলে আমার পুরো অধিকার তারায় তারায় ভরে দিয়েছিলে আমার অবারিত গগণ হাওযায় হাওয়ায় ভেসে ছিলো আহা আনন্দ অপার। আজ তুমি কেউ নও তোমার ভাবা পাপ, এক ভিনদেশি নাগরিক তবু আমি বেঁচে থাকি, কষ্টে সৃষ্টে বেঁচে থাকি, তুমি নেই তবু সাজানো দশদিক। ১৩.০৫.২০১৩
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।