আমাদের দেশের গর্ব বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান কে ভারতীয় মিডিয়াতে বিশেষ করে আই পি এল এর সময় এ কিংবা কোন ভারতীয় কমেন্টেটর সবসময় বলে সাকিবুল। ব্যাপারটি কি ঠিক? আমার ব্যক্তিগত ভাবে ভাল লাগে না। এ ব্যাপারে তাদের কোন দৃষ্টি আকর্ষণ করা হয়েছে কিনা জানিনা। তবে আমাদের দেশের ধারা ভাষ্যকাররা যখন Virat Kohli কে বিরাট কোহলি বলে তখন অনেকেই হাসাহাসি করে ঐসব ধারাভাষ্যকার কে নিয়ে। জানিনা কেন? সাকিব কে সাকিবুল না বলাতে কেন তাদের কিছু যায় আসেনা?
ধারভাষ্যকার জাফরউল্লাহ শরাফত এর অদ্ভুত ধারাভাষ্য এবং বেশি কথা বলা নিয়ে সবাই ( আমিও) হাসাহাসি করে।
কিন্তু একটা কথা ঠিক এই লোকটি দেশের খেলার ব্যাপারে অত্যন্ত আবেগপ্রবণ। দেশ খারাপ খেললে রেডিও তে তার কথা শুনেই বুঝা যায় যে, তার ভিতরে কি আবেগ কাজ করছে। তেমনি বাংলাদেশ কেমন খেলবে তা নিয়ে যখন বলতে বলা হয়, তখনও উনি যেভাবে বলেন, আমাদের দেশে আছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, বিশ্বমানের ব্যাটসমান তামিম ইকবাল- নিজেদের মধ্যেও উত্তেজনা টের পাই। সেদিক থেকে ওনার আসলেও ধন্যবাদ প্রাপ্য। মন্দিরা বেদীর উক্তি নিয়ে উনি যে কথা বলেছিলেন তৃতীয় মাত্রা অনুষ্ঠানে এরকম কথা কয়জন বলতে পারে।
কাল বাংলাদেশের খেলা নিউজিল্যান্ডের সাথে। আমি এখনি উত্তেজিত বোধ করছি। এত এত হতাশার মাঝে জাতি আনন্দের একটু উপলক্ষ্য খুঁজে পায় তো ক্রিকেট এর একটা বিজয় থেকেই।
শুভ কামনা বাংলাদেশ ক্রিকেট দল তোমাদের জন্য। আমরা বাংলাদেশ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।