আমি চট্টগ্রামের ছেলে, কর্ণফূলীর তীর ঘেষে শাহমীর পুর গ্রামে আমার জন্ম। আমি কোন কালে নজরুল বা সুকান্ত হতে চাইনি। তবে তাদের আবেদন আমাকে আবিষ্ট করে। জীবনানন্দের বনলতা সেন, নজরুলের বিদ্রোহী আর সুকান্তের পূর্বাভাস আমাকে হতাশার বেলাভুমির আলুথালু পথে নব পথের “জাতীয় পার্টি আঞ্চলিক দল” এ রকম একটি লিখা লিখার কারণে আমার উপর আক্রমণ করা হয়েছিলো তীব্র বাক্যবাণে। সবকটি জাতীয় পার্টি সমর্থক তখন আমাকে উম্মাদ বলেছিলেন।
এমনকি তারা আমাকে “পাবনা” যাওয়ারও পরামর্শ দিয়েছিলেন।
আর গতকাল বিশিষ্ট রাজনীতি বিশ্লেষক তারেক শামসুর রহমান এ বিষয়ে একটি জ্ঞানগর্ভ বিশ্লেষণ করেছেন ।
জাতীয় পার্টি আঞ্চলিক দল
ডঃ তারক শামসুর রহমান
বড় দুই দলের বাইরে তৃতীয় একটি বড় দলের জন্ম হয়নি। তৃতীয় ধারার খতা বলা হলেও সাধারণ মানুষ এই তৃতীয় ধারার প্রতি আস্থাশীল নয়। জাতীয় পার্টি তৃতীয় শক্তি নয়।
বরং আঞ্চলিক দল। আওয়ামীলীগের সাথে তাদের ঐক্য তৃতীয় হিসেবে গড়ে উঠার পথে প্রধান অন্তরায়।
সূত্রঃ দৈনিক যুগান্তর ( ১৪/১৯/১২)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।