আমি বাজে ছেলে, আমি লাষ্ট বেঞ্চি, আমি পারবো না ! বিকেল , তুমিই দস্যু বনহুর; মেঘেদের নাকফুল । এইসময়ে গ্রামের সকল ঊজ্জ্বল চোখের বালকেরা সীমানা পেরিয়ে যায় ঘুড়ির নাটাই হাতে; বিকেল তুমি! পাড়ার ছাদের কিশোরীদের এলোচুল যে বাতাসে ঊড়িয়ে নিয়ে যাও ; তা আসলে আশ্চর্য মায়ার জাদু, গলির প্রেমিকের মনে! দৃশ্যত বিকেল বেলা , অদৃশ্যত হাওয়ার বেদনা ! দৃশ্যের ব্যালে ডান্সে দুই একটা হলুদ পাখি সাই সাই করে ঊড়ে যায় গোধুলীর দিকে; যে পথে পতনের গান হয়ে উড়ে নাচঘর ; অবসাদলিপি! প্রায়ই ভাবি ; এরকম বিকেলবেলাতে শহরের প্রান্তে তোমাকে দেখে কেউ বৃষ্টি হতে চেয়েছিলো কিনা ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।