আমাদের কথা খুঁজে নিন

   

অবগাহন

অবগাহন সেদিন আমায় নিয়েছিলে ডেকে বলেছিল সব ব্যথা দেবে মুছে ক্ষরণে রক্তের ধারা বয়ে চলেছে আজো সেদিন দিয়েছিলে যা বুকে কথা রাখনি তুমি আজো এরই নাম প্রেম বুঝি? ক্লান্ত ঘুম ঘুম চোখে আজো তোমায় খুঁজি রক্তের ধারা বয়ে চলে অবিরত পাশে নেই তুমি তুমি ছাড়া কাওকে দেইনি অধিকার মুছে দেবার তৃষ্ণার্ত পাখি কিছু খেয়ে যাচ্ছে ঠুকরে ঠুকরে রক্ত আমার চুয়ে পড়ছে যা হৃদয় থেকে। অপেক্ষার সময়ের অবিরত ধারা বয়ে চলে ক্ষরণের রক্তধারা ঝর্ণা হয়ে পড়ে একটা পুকুর ভরে এসেছে আজ ঝর্ণা ধারায় বয়ে না হয় দেখে যাও একবার এসে ক্লান্ত পাখি গুলো আজ উড়ে এসে এসে তৃষ্ণা মেটায় আমারই রক্তের পুকুরে ডুবিয়ে ঠোঁট। এখনো হয়তো সময় আছে কিছু বাকি যদি চাও হৃদয়ের ক্ষত মুছে দিও এসে এ রক্ত ধারা বন্ধ হবে শুধুই তোমার পরশে না হয় দেখবে ঝর্ণা ধারায় নদী বয়ে যাবে যদি থামাতে না চাও তবে অবগাহন করে যেও একবার হলেও এসে আমারই রক্তনদী স্রোতে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।