আমাদের কথা খুঁজে নিন

   

অবগাহন

আমি আগামী নই, নই বর্তমান,আমি সময়ের মতো বহমান..

কতদিন হল -তাকে চিনি কাছে গেছি তার কতবার কোনদিন ছুঁইনি তাকে। যেমনি করে প্রভাতের গা বেয়ে নামে শিশির সূর্যের হাসিতে লজ্জা পেয়ে নিমেষে হারিয়ে যায় দিবসের গায় হয়তো সেভাবেই কাছে এসেছি তার । যেদিন প্রথম তাকে দেখেছিলাম সেদিন থেকেই ভাবছি তাকে ছোঁব.... কোনদিন ছুঁইনি তাকে কাছে এসেছি তার কোন রুদ্র বৈশাখে, উত্তাপে দেহের সহস্র রন্ধ্র ভরে উঠেছে লোনা জলে সে জলের শ্রাবণ ঢলে ভাসিয়েছি ভাললাগার ঘ্রাণ; ঘ্রাণেন্দ্রিয়ের পূর্ণ অবগাহে নৈকট্যের বরষায়-- শেষ যবে দাঁড়িয়েছিলেম তার পাশে- ছুঁইনি তারে এক চিলতেও মনের দীর্ঘ আলিঙ্গনে তার সব চাওয়াকে ছোঁবার আশায় ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।