আমাদের কথা খুঁজে নিন

   

অবগাহন

এত দূরে তবু কাছে যেন তুমি- এত কাছে আস নিমেষে হারাও! হৃদয়ও আকাশে মেঘরাশি মাঝে খুঁজি তোমারে, খুঁজে পাই যেন- আবারও হারায়, হারায়ে খুঁজি- খুঁজি তোমারে । এত ভালোবাস, এত দুঃখী কর- দুঃখের জলেতে আমারে ভাসাও! ডুবিতে ডুবিতে খুঁজি তোমারে- তোমারো কূলেরই দরশন আশে বাঁচিয়া থাকি যেন শেষ বায়ুগ্রাসে। আস তুমি ওগো- আস অবশেষে আমারে করিয়া পরিত্রান । কেন ভালোবাসি! কেন কাছে আসি! কেন জ্বলে মরি! এ কেমন প্রেমানল! জ্বলিয়া জ্বলিয়া বাড়ে এ প্রেম, বাড়িয়া চলে- চলে এ তরী কোন সুদূরে ? তোমাতে আমাতে এ কোন খেলা- সাঙ্গ না হয়- না যায় বেলা ! ব্যথা পাই বড়- তবু সুখ লাগে, দুঃখেরও সুখস্রোতে করি অবগাহন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।