আমাদের কথা খুঁজে নিন

   

অবগাহন...।

রোকেয়া ইসলাম অবগাহন...। সবটুকু আলো শেষে- যখন একলা আমি ঘরে, ঠিক তখনি ভাবি তোমায়, তোমার কথাই মনে পড়ে। কষ্টগুলো হৃদয়ে নাড়া দেয়, রক্তাক্ত করে প্রতিনিয়ত, মন পোড়ে দুখের আগুনে, স্মৃতি গুলি কাদায় অবিরত। রিক্ত করে আমায়, তুমি আছ আজ কত দূরে। এস তুমি এস ফিরে, শুন্য আমার এই নীড়ে।

তোমাকে খুজি নিশিদিন, ভাবি সারাক্ষন তুমি আছ অন্তরেতে, থাকবে প্রতিটিক্ষণ। কষ্টে ভেজা শরীর আমার, চোখে অশ্রুর বন্যা। দখিনা হাওয়ায় শীতল করি, লুকাতে যত কান্না। কোথায় আছ তুমি! কোন সুদুরে! সাত সমুদ্র আর তের নদীর ওপারে? মাঝি বিহীন নৌকা আমার! ভাঙ্গা আমার তরী, পাড়ে বসে ভাবি দরিয়া, কেমন করে দেব পাড়ি। কেমন করে পাব তোমায়! যাব তোমার কাছে, তুমি আছ সারাক্ষন, এই হৃদয়ের ভাজে ভাজে...।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।