আমাদের কথা খুঁজে নিন

   

অবগাহন

।বাউন্ডুলে ব্লগার। অবগাহন- পুন্যের মুলো ঝুলিয়ে অনেক রেখেছো বেঁধে এবার খ্যান্ত দাও যাবো নরকে! চোখ বন্ধ রাখো - নইলে পাপ মুখ বন্ধ রাখো - নইলে পাপ কান বন্ধ রাখো - নইলে পাপ লাগাম ধরো ইন্দ্রেয়ের! গলা টিপেই যদি রাখবো তবে দিয়েছ কেন মন? মনন - বিচার শক্তি; যুক্তি মানছে না যে ভক্তি! চাই পাপের সমুদ্রে, পা ভেজাতে। জানি এ পথ একাকী চ্যালেঞ্জ ছুড়ে, সমুদ্রে নামি পেছনে পদচিহ্ন, ধুয়ে দেয় নোনা পানি। জোয়াড়ে নামি, ভাটা আসে টেনে নেয় গভীর সমূদ্রে চোড়াবালিতে পা দেবে যায়। হাত বাড়িয়ে দেই তীরের দিকে ফাঁকা সৈকত, কাঁকড়ার পাল উপহাস করে - একাই ডুবে মরো! কাওকে পাবে না সবার দৃষ্টি মুলোর পেন্ডুলামে! মুখ ফিরিয়ে নেই লালসার সীমারেখা, ডিঙ্গিয়ে যেতে গিয়ে থমকে দাঁড়াই- নড়ক থেকে ফিসফিসিয়ে ফিরে যেতে বলো! তবে কেন ডেকেছিলে? আমি যাব নরকে! স্বর্গ এ যে তুমি নেই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।