আমাদের কথা খুঁজে নিন

   

রেলওয়ে কালোবাজারী দেখার কী কেউ নাই?

বাংলাদেশ রেলওয়ে একটি অতি পুরাতন কিন্তু খুবই পরিচিত নাম। এই নামটি শুনলে এখন সবাই দুর্নীতির আখড়া হিসাবেই জানে। সরকার কী পারে না এই প্রতিষ্ঠানটিকে দুর্নীতিমুক্ত করতে? অনেক আগে শুনতাম রেলওয়ের ইঞ্জিন হত তৈল চুরি করে বিক্রি করে। আর এখন যাত্রীর টিকেটই কালবাজার হচ্ছে। একবার আমি বিমানবন্দর হতে চট্রগ্রাম যাবো, দুইদিন আগেই টিকেট করতে গেলাম।

দীর্ঘ একঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর কাঊন্টার থেকে বলল টিকেট নাই। মেজাজটা খুব খারাপ হয়ে গেল। কোনো ঊপায় না দেখে বাসায় চলে গেলেম। যাত্রার দিন আসনবিহিন একটা টিকেট নিলাম। ১নং প্লাটফর্মের গেইটের পাশে দাঁড়ালাম।

কিছুখন পর বুকিং কেরানী একজন কুলিকে পিছনের দরজায় ডেকে তার কাছ থেকে দুই হাজার টাকা নিল এবং কানে কানে পিস পিস কিছু কথা বলে দুইজন দুইদিকে চলে গেল। উপস্থিত কয়েকজন বলাবলি করতে দেখলাম এদের ব্যাপারে। আরেকদিন লাইনে দাঁড়ালাম টিকেট এর জন্য। লাইনের ফাঁকে ফাঁকে একজন কুলি হেঁটে হেঁটে আস্তে আস্তে বলছে চট্রগ্রাম এর দুটি টিকেট আছে। আমি জিজ্ঞাস করলাম দাম কত? সে বলল- একটা একদাম তিনশত টাকা।

এই হচ্ছে আমাদের দেশের রেলওয়ের টিকেট কালোবাজারির দুটি নমুনা। কিন্তু সরকারের চোখে এসব পরেনা। সরকারের চোখে সব ঊন্নয়নের ধোয়া। এব্যপারে যোগাযোগ মন্ত্রী ব্যর্থ চেস্টা করেও পারেনি। তাই বিষয়টি দেখার জন্য সরকারকে বিশেষভাবে অনুরোধ করছি।

ইমন, ফেনী। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।