আমাদের কথা খুঁজে নিন

   

“উন্মাদ এক”

আমি সন্ধার পর , আমি বৈশাখী ঝড় । আমি রাত জাগা জুঁনি পোঁকা , আমি পড়া চোর । আমি আকাশের মেঘ , তুই ছুঁয়ে ছুঁয়ে দেখ । আমি সন্ধার তারা গুণা , উন্মাদ এক । আমি ঘুম ঘুম চোখ , মোর আলসেমি ঝোঁক ।

বিদ্যুত হয়ে চলা , আমি সেই লোক । আমি অল্পতে শোক্ , আমি কষ্টেতে হাসি । আমি ঘৃনা ভরা চোখ , আমি তবু ভালোবাসি । আমি গা ভরা জ্বর , আমি কাঁপি থর থর । আমি তাই নিয়ে বৃষ্টিতে , হাত ধরে তোর ।

 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।