আমাদের কথা খুঁজে নিন

   

উন্মাদ

বিবর্ণ স্বপ্নচারী

তেমার ধোয়ায় অস্থির যখন সকল প্রাণ। ঠীক তখন তোমায় পেতে অস্থির এই প্রাণ। তোমার সুগন্ধে দূরে থেকে চায় সকল প্রাণ, আর তখন তোমার না পাওয়ার কষ্টে ওষ্ঠাগত এই প্রাণ। তোমায় পেতে পারি দিতে হয় না দু-ক্রোশ। অথচ প্রেয়সীকে আলিঙ্গন করতে, পারি দিতে হয় সপ্ত সাগর। তোমাকে কেউ চাইলেই- তুমি ধরা দেও তোমার আঙ্গুলদ্বয়ে, অথট তাদের মধ্যে আমি একবারও পড়লাম না। মাঝে মাঝে ভাবি কোনটা ঠিক? তুমি না আমি? প্রেয়সীকে পেলে-আত্মহত্যা করে ভালবাসা আর প্রেয়সীকে না পেলে আত্নহত্যা করে। প্রেয়সী আমি ২য় টাই চাই................ পূর্ণতা থাকলে তাতে আর কোন আবেগ থাকে না ব্যার্থতায় আবেগের ঝরধারার বর্ষণ আমি চাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।