আমাদের কথা খুঁজে নিন

   

উন্মাদ

জীবনটা যদি স্বপ্ন হত, স্বপ্নভঙ্গ মানেই মৃত্যু । মন্দ হত না !!!!

অপলক তাকিয়ে আমি তখন, প্রায় আধডোবা প্রেমে হাবুডুবু খাই- সবেমাত্র সন্ধ্যা গড়াচ্ছে হয়তো, আমি স্পষ্ট সারসের চেঁচামেচি শুনছি ! সত্যিই শুনেছি কি ? প্রেমে পড়লে যে মানুষ উন্মাদ হয়ে যায় । আমিতো উন্মাদ ই হবো, বদ্ধ উন্মাদ !!! অজস্রবার প্রেমে পড়ে- হাঁটুজলে নেমে দু’পা ভিজিয়ে চিৎকার করেছি, চারপাশের লোকজন আগ্রহ নিয়ে দেখেছে । তাতে আমার কি আসে যায়, আমি নাহয় উন্মাদ ই হলাম- বদ্ধ উন্মাদ !!! চোখের নীচে রাত জাগা কালো ছায়া, তাকে আমার অসুখ বানাতে চেয়েছি । আকন্দের আঠা বুড়ো আঙ্গুলে মেখে ঢাকনা ভাঙ্গা খেলনা বানিয়েছি, অসুখ করেছে মনে-মনান্তরে । পাত্তা দেয়ার কথা মাথায় আসেনি, আমি যে উন্মাদ হবো - বদ্ধ উন্মাদ !!! আমার রাত্রি আজীবন রাত্রি করেই রাখতে চেয়েছি, দুপুর আর গোধূলি দুটোই তার টেলিফোনে অপেক্ষার তারে অবশ্যম্ভাবী বাঁধানো । পুরনো চিঠির কথা তখনও বিস্মৃত । আমি যে উন্মাদ, বদ্ধ উন্মাদ হবো !!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।