আমাদের কথা খুঁজে নিন

   

তুমি অত্যাচারী

খুব ছোটকাল থেকে লেখালেখি করছি। গদ্য ,পদ্য দুটোই লেখার চেষ্টা করি। তবে সবাই বলে আমার গদ্যের হাত ভাল, আমিও তা মনে করি। তাই গল্প নিয়ে বেশি পড়ে থাকি। তবে পড়ালেখা ছেড়ে কখনো অন্য কিছু করার চেষ্টা করি না।

আমার সম্পাদিত প্রথম পত্রিকা `প্রভাতী' নামে একটা শিশু পাত আমি এখন আর শীতলক্ষ্যার পাড়ে যাই না, যাই না রমনার পথ ধরে। বন্ধুদের শত অনুরোধেও যাই না টিএসসির আড্ডায়। নস্টালজিক সন্ধাগুলো প্রতিনিয়ত আমায় নাড়িয়ে দেয়, গোবরে পোকার অত্যাচারে স্মৃতিগুলোও ফিরে আসে। এ পৃথিবী নষ্টদের রাজত্ব সব অত্যাচারীরাই রাজা হয়, সব সত্যবাদীরাই প্রতিনিয়ত ফাসিতে ঝুলে। সত্যিকার প্রেমিকরা ব্রুনোর মতো আগুনে ঝলসে যায়, হয়ত সে আগুন শুধু হৃদয়কে পোড়ায়।

কতটুকু পশু হৃদয়, তুমি প্রেমিকা একজনার পৃথিবী ধ্বংশ হয়ে যায় তবু তুমি ‍নির্বাক! তুমিই তো প্রথম হাত ধরে ভালবাসাটুকু জানিয়েছিলে, তুমিই তো প্রথম মিষ্টি কথায় ভুলালে। আবার সেই তুমিই কিছু না বলে চলে গেলে! হয়ত তোমার খেলা শেষ হয়ত বা নতুন কাউকে পেয়েছ! বিশ্বাস কর,আমি তো খেলিনি, বিজিতের ইচ্ছাও আমার ছিল না। সত্যিকার ভালবেসেছি বলে আজ ঝলসে যাই, স্মৃতিগুলো রেখে গেলে স্লো পয়জনের মতো একটু একটু করে ঠেলে দেয় মৃত্যুর দিকে। জানি,তুমি কখনো ফিরবে না! তবু বলি, তুমি বিজিত নও, তুমি অত্যাচারী। আরো গল্প কবিতা পড়তে ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.