আমাদের কথা খুঁজে নিন

   

ছেলেবেলার কিছু স্মৃতি রোমন্থন ও old classic Btv

পাখার ব্লেড-এর তালে সোজাসুজি কথা বলি ! এখনো মনে আছে প্রতি শুক্রবার সকালে অধির অপেক্ষায় বসে থাকতাম সেই আমলের ক্লাসিক বিটিভিতে এই গানটি শোনার জন্যে... “জঙ্গলে ভোর হলো আজ নতুন প্রভাত এলো, খুশিতে ভরে গেলো চারিদিক!!! তাক ধিনা ধিন ধিন তাক তাক ধিনাক ধিনাক ধিন!!!” ব্যাডলি মিস দৌজ মোগলী(The Jungle Book: Adventures of Mowgli) ডেইজ... পটভূমি আমরা সবাই কম বেশী জানি আশাকরি, তারপরেও আবার বলছি... ‘’একটি অল্পবয়স্ক ছেলে ব্রিটিশ ভারতে Seeonee বনে হারানো যায়। তার মা-বাবা তাকে খুঁজতে গিয়ে Bagheera নামক চিতার অনিচ্ছাপ্রসুত ভয় দেখানোর কারণে cliff থেকে একটি নদীতে পড়ে তাদের মৃত্যু হয়। Alexander নামক একটি নেকড়েবাঘ তাকে পুত্র হিসেবে বড় করে তোলে। সে একটি দুঃসাহসিক বালক হিসাবে বড় হয় কিন্তু সে পরিচয় সঙ্কটের মধ্য দিয়ে যায় নিজের আসল পরিচয় বের করতে চায়... Bagheera ও Alexander ছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ চরিত্র... Luri: আলেকজান্ডারের wife/widow। Mowgli, Akru এবং Suraর মা। Akru and Sura: Alexander এবং Luri এর ছেলে এবং Mowgliর ভাই। Akruর রঙ বাদামী এবং Suraরার নীল এবং কালো। Shere Khan: একটি নিষ্ঠুর এবং ধূর্ত বাঘ গল্পের প্রধান Villain। Baloo: একটি নীল sloth ভালুক, Mowgliর বন্ধু।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।