আমাদের কথা খুঁজে নিন

   

মূল্যবোধের অবক্ষয়...আমাদের সমাজ কোথায় যাচ্ছে?

বাংলাদেশের মাটি দিয়ে গড়া এক মানুষ প্রাণী জগতে মানুষই শ্রেষ্ট জীব বলে প্রচারিত। কারন এর চেতনা আছে, ভালো মন্দ বিচার করার ক্ষমতা আছে। নানা ঘাত প্রতিঘাতকে মোকাবেলা করে প্রকৃতিকে জয় করার কৌশল মানুষ জেনেছে। বিজ্ঞান ও প্রযুক্তির দৌলতে পৃথিবী ছাড়িয়ে ভিন গ্রহে পাড়ি দিচ্ছে। কিন্ত বাংলাদেশের মানুষ আজ অনেক প্রশ্নের সম্মুখিন।

সভ্যতার মাপকাঠি কি ? আজ আমাদের দেশে শিক্ষকরাই ধর্ষক, ছাত্রদের গণপিঠুনি দিয়ে মারা হচ্ছে ডাকাত বলে, প্রতি দিন অসংখ্য মানুষ গাড়ীর চাপা পড়ছে, নির্বিচারে গলাকেটে মানুষ হত্যা হচ্ছে, প্রকাশ্যে চোখ উপড়ানো, গণ ধর্ষন চলছে, লোভের তাড়নায় খাদ্যে ভেজাল চলছে, ওষুধে ভেজাল...তারপরও কি বলা যায় আমরা সভ্য। পুরোনো কালের কথা বাদ দিয়ে হাল আমলের দিকে একটু নজর দিই। প্রাক বিপ্লব যুগে দরিদ্রের শোষন করে একদল ধনী হয়েছে। ২৩০ বছর আগে ফরাসী বিপ্লবের শ্লোগান ছিল..স্বাধীনতা, মৈত্রি,সাম্য। তাও কি টিকেছে।

পৃথিবীর সাধারন মানুষ ফরাসী বিপ্লবের জন্য বিশেষ উৎসাহ বোধ করেছিলেন। পরবর্তিতে কাজে লাগেনি। এরপর কার্ল মার্কসের সমাজতন্ত্র কাজে লাগেনি। রাশিয়ার বিপ্লবও কাজে লাগেনি। মানুষ সবকিছু পাল্টেছে।

মনুষ্যত্ব রক্ষার জন্য নতুন আন্দোলন এ ঝাপিয়ে পড়েছে। ৭১ সালে স্বাধীনতার পর আমরা সুখি একটি বাংলাদেশ চেয়েছিলাম। কিন্ত পেলাম কই। যে বাংলাদেশে মূল্যবোধের অবক্ষয় থেমে নেই। সচেতনতা বেড়েছে, ইন্টারনেট বিপ্লব, কম্পিউটার বিপ্লব অনেক কিছুই হয়েছে, পাল্টালাম কই।

পারিবারিক জীবনে, সামাজিক জীবনে মূল্যবোধগুলো পুরানো হলেই বাতিল হয়ে যায়। সমাজটা যান্তিক হয়ে গেছে। এখানে মায়া মমতা, ভালোবাসা, আন্তরিকতা, সহমর্মিতা, বিবেকি মানুষের সংখ্যা কমছে। এ প্রজম্মের ছেলে মেয়েরা অনেক বেশি ক্যারিয়ার সচেতন। বিবেকানন্দ, মাস্টার দা সূর্যসেন, বাঘা যতীন, সুবাস চন্দ্র বোসের মতো ত্যাগি মানুষকে এ প্রজম্ম চেনে না।

এসব মানুষের মতো ত্যাগি মানুষ আমরা হয়ে উঠছি না। মানুষের দরদী বন্ধুর সংখ্যা ক্রমশ ছোট হয়ে আসছে। নতুন প্রজম্মের ছেলে মেয়েরা প্রতিবেশীর সুখ দুঃখে কাতর হওয়া তো দুরের কথা, তাদের জন্মের খবরও জানে না। মা বাবাও অনেকের দৃষ্টির বাইরে চলে যাচ্ছে। স্বাধীনতার পর থেকে যারা নেতা হয়েছেন, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখিয়ে ক্ষমতাশীন হয়েছেন ..তাদের দূর্নীতির বহর দেখে শিউরে উঠতে হয়।

সবাই নিজের আখের গুচাতে ব্যস্ত। তাই নেতাদের কেউ শ্রদ্ধা করে না। জানি না আমাদের সমাজে মূল্যবোধের এ অবক্ষয় থামবে কিনা... ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.