আমাদের কথা খুঁজে নিন

   

মূল্যবোধের অবক্ষয় : সব সমস্যার মূল

মুসাফির। হাঁটছি পৃথিবীর পথে পথে, অনিশ্চিত গন্তব্যে। কাগজের নৌকা দিয়ে সাগর পাড়ি দেবার দুরন্ত প্রয়াস।

সেই কলেজ পড়ুয়া ছেলেটিকে আজ মনে পড়ছে। ২০১০ সালের এক ট্রেনযাত্রায় পাশের বসা ও দাঁড়িয়ে থাকা চার/পাঁচজন যুবক আমাকে বিভিন্ন প্রশ্ন করতে থাকে।

কেন কোথায় যাচ্ছি, কি করছি এসব। তারপর আলোচনা জমিয়ে তোলে। আমি অনেক আগে থেকেই চুপও থাকতে পারি, কথাও বলতে পারি। আপনি ট্রেনে বাসে আমার পাশে বসেছেন, প্রশ্ন করছেন বাড়ি কোথায়, কি করি ইত্যাদি। আমি আপনার প্রতিটি প্রশ্নেরই সংক্ষিপ্ত নির্লিপ্ত উত্তর দেব ঠিক, কিন্তু আপনাকে একটা প্রশ্নও করব না।

কারণ আপনার ব্যক্তিগত বিষয়ে আমার কোনো আগ্রহ নেই। বেশির চেয়ে বেশি এতটুকু হতে পারে, আপনার চিন্তা-চেতনা ভাল ঠেকলে দু'চার কথা বলব, আর ব্যক্তিগত বিষয় বাদ দিয়ে লাইনের প্রশ্ন করতে পারলে মুখ কখনো কখনো 'অটো' হয়ে যায়। তো সেদিন যখন ছেলেরা বিভিন্ন প্রসঙ্গে প্রশ্ন করতে করতে একসময় লাইনে আসে, আমি তখন জিজ্ঞেস করলাম, এতক্ষণ যেসব সমস্যার কথা বললেন, এসবের মূল কারণ কি? একজন তখন মাত্র দু'টি শব্দে এর সন্তোষজনক উত্তর দেয়। এখানে যারা আছেন, ঠিক সেই প্রশ্নটি করলে কয়জনের কাছ থেকে সঠিক উত্তরটি আশা যায় বলা মুশকিল। ছেলেটি বলেছিলেন, আমাদের মূল সমস্যা মূল্যবোধের অবক্ষয়।

তবে এরপর যখন তাকে প্রশ্ন করা হয় যে, এর প্রতিকার কি? মূল্যবোধের অবক্ষয়রোধ বা পুনরুদ্ধার কিভাবে সম্ভব। তখন তিনি কিছু বলতে পারেননি। অনলাইন একটিভিস্টরা গলা ফাটাচ্ছেন। কিন্তু কে শুনে কার কথা বা এর দ্বারা কি হচ্ছে? গুটকতক বেতনভূক্ত দালাল ছাড়া? কেউ কেউ আবার প্লাটফরম খুঁজতে খুঁজতে বেদিশা। তাই একটি প্লাটফরম দাঁড় করালাম।

দেখি সত্যিকার অর্থে কয়জন পাওয়া যায়। আমি যদি আজ জামায়াতের মা-বাপ তুলে গালাগাল শুরু করতাম, তাহলে একশ্রেণির অসুস্থ পোলাপান-বিলাপান মুহূর্তেই জুটে যেত। কিংবা আওয়ামী লীগের চৌদ্দগোষ্ঠী উদ্ধার করতাম, তাহলেও অভাব নেই। কিন্তু সত্যিকার অর্থে পরিবর্তনের যে দাবি, তাতে দু'একজনও.....। হ্যাঁ জানি, আমি যা করছি এর দ্বারাও কিছু হবে না।

তবে 'কিছু' হওয়ার বিষয়ে আমার দৃষ্টিভঙ্গিটা একটু ব্যতিক্রম। চলমান রাজনীতি নিয়ে কিছু বলার রুচি নেই। কারণ আমি আগে থেকেই বলে আসছি, সমস্যা অনেক পেছনে। আজ যদি কোনো সমঝোতা হয়ও তা খুবই সাময়িক। আর এ সাময়িক সমাধান নিয়েই ৪২ বছর ধরে দেশটা খুড়িয়ে খুড়িয়ে চলছে।

কিন্তু যেকোনো সময় তা ভেঙ্গে পড়তে পারে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.