আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগে নানারকম পোস্ট রহস্য অথবা কিছু আন্দাজে ঢিল ছোঁড়া প্যাচাল



ব্লগ একটা আসক্তির নাম। অফিসে ঢুকে বা বাসায় এসে এটা ওপেন না করা পর্যন্ত শান্তি পাওয়া যায়না। একবার চেহারা দেখতে হবেই। জানতে হবেই, কী অবস্থা ব্লগের? আমার শেষ পোষ্টটায় কতগুলো কমেন্ট পড়ল? আজকে কি নিয়া ঝামেলা চলতাছে? নতুন কারে জেনারেল করা হল? ব্যান হল কে? আস্তিক নাস্তিক নিয়া নতুন কী পোষ্ট পড়ল? সব কিছুই চলে দেখার উপর। অনলাইন বা অফলাইনে থেকে ব্লগ দেখা হয়।

তারপর ফ্রি হয়ে বসা। তখন মনের মাঝে শুরু হয় নানা ঘুরপাক। দিমু নাকি একটা পোস্ট? আমার লাস্ট কবিতা পোস্টটা তো ভালোই হিট হইছে। আরেকটা কবিতা লিখমু? নাকি একটা গল্প লিখমু? সবাই জানুক আমি গল্পও লিখি। এটা এক ধরণের ব্লগারদের চিন্তা।

এ জয়াগা থেকে সাধারণত গল্প কবিতা গুলো বের হয়। গল্প : চাঁদের আত্মহত্যা। কারো আবার চিন্তা ডেইলী পোস্ট দেয়া যাবেনা। পোস্ট সময় নিয়ে দিতে হবে। সেগুলো সিরিয়াস টাইপের পোস্ট হয়।

গবেষণামূলক বা অনেক চিন্তার ফলদায়ক পোস্ট। জোর্তিবিজ্ঞানে বাঙ্গালী চশমা বিক্রেতাদের অবদান। কারো আবার পোস্ট দেবার সময় কোনও চিন্তা থাকেনা। হুট করে লিখে ফেলেন। এগুলো সাধারণত বিবিধ ক্যাটগরীর পোস্ট।

সমসাময়িক কোনও বিষয় ধরে একটা লিখে দেন। যা হাবার হবে। সাহারা খাতুন কি পাইছো তুমি? কেউ কেউ সারাদিন অনলাইনে থাকেন। কিছুটা আইটি স্পেশালিস্ট টাইপের হন তারা। নানান সাইট থেকে অনেক কিছু তুলে আনেন।

উইন্ডোজ টুয়েন্টি ব্যাবহার করে বদলে ফেলুন নিজের চেহারা কারও কারো আবার চমক দেয়া টাইপের পোস্টও পাওয়া যায়। তারাও প্রচুর খোঁজাখুজি করে বের করে আনেন তথ্য। ইউরেনাস গ্রহের ছাত্রলীগের সন্ধান লাভ। কেউ কেউ আবার হুটহাট করে কিছু ছবি সম্বলিত পোস্ট দেন। ছবিগুলো সচারাচর পাওয়া যায়না।

তারা মূলত সেটা তুলেই আনে ব্লগে দেবার জন্য। ছবি পেয়েই আনন্দে বিভোর থাকেন কখন বাসায় এসে পোস্ট দেবেন। ফার্মগেটে ট্রাফিকের যা দেখলাম। কোনও কোনও পোস্ট পড়ে অযথাই গালাগলি করে। ভীষন চেতা ব্লগার।

আজগুবী বিষয় নিয়ে এই রাগ। আসল রাগ মূলত নিজের উপর। অনেকক্ষণ ধরেই লেখার জন্য বিষয় খুঁজছিলেন, পাননি। তাই এই পোস্ট। ... দেশে বাস করি এছাড়া তো সাহায্য চাহিয়া পোস্ট আছেই।

যেগুলো আসলে খুব কম সংখ্যকই সত্যিকারের সাহায্যের জন্য হয়। মতিঝিল এলাকায় কেউ থাকেন? মতিঝিল থেকে দৈনিক বাংলার রিকশা ভাড়াটা একটু জানান প্লিজ । আছে আহলাদী পোস্ট। নতুন এলাম সুস্থ ব্লগীং-এ সকলের সহযোগীতা চাই। যদিও কদিন পরই তার পোস্ট দেখা যায়, ওই শালা, টিকিটিকি আমারে ব্লক করলি ক্যান? আর সিরিয়াস কবিদের পোস্ট নিয়ে কোনও কথা নেই।

এই পোস্ট পড়লে বোঝা যাবে অনকেদিন পর ভাব এসেছে কবিহুজুরের। যেদিন আমার জোস্নার রেলগাড়ী তোমায় নমিয়ে দিল টিটিপাড়া বস্তির সামনে। আর ইশতিয়াক আহমেদের পোস্ট পড়ে বেশির ভাগই ঘুরে আসার পর। ভ্রমণ কাহিনী লইয়া। মরতে মরতে মতিঝিল : ১ম পর্ব।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.