আমাদের কথা খুঁজে নিন

   

রেলওয়ে, আইসিটি বিষয়ে পৃথক মন্ত্রণালয়ের চিন্তাভাবনা

তাশফী মাহমুদ

রেলওয়ে খাতকে পুনরুজ্জীবিত এবং সারাদেশে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) স�প্রসারণের জন্য রেলওয়ে এবং আইসিটি বিষয়ক পৃথক দু'টি মন্ত্রণালয় প্রতিষ্ঠার কথা সক্রিয়ভাবে বিবেচনা করছে সরকার। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে 'ডিজিটাল বাংলাদেশ টাস্কফোর্সের' প্রথম বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা বলেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের একথা জানান। আবুল কালাম আজাদ জানান, দু'টি পৃথক মন্ত্রণালয় প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে প্রধানমন্ত্রী বলেন, "সরকার রেলওয়ে যোগাযোগের গুরুত্ব এবং তথ্য-প্রযুক্তির এই যুগে সারাদেশে আইসিটি স�প্রসারণের প্রয়োজনীয়তা বিবেচনা করে এই সিদ্ধান্ত নিচ্ছে। " এ প্রসঙ্গে শেখ হাসিনা টেরিস্ট্রিয়াল সুবিধাসহ বাংলাদেশ জাতীয় সংসদ টেলিভশন চালুর সরকারি সিদ্ধান্তের কথা উল্লেখ করে বলেন, এই টিভি স্টেশন অধিবেশন চলাকালে সংসদের কার্যবিবরণী স�প্রচার করবে।

তিনি বলেন, সংসদ অধিবেশন বন্ধ থাকলে 'সংসদ টিভি' বিভিন্ন শিক্ষামূলক এবং আইসিটি বিষয়ক অনুষ্ঠান স�প্রচার করবে। আবুল কালাম আজাদ বৈঠক প্রসঙ্গে বলেন, বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনসহ (এফবিসিসিআই) সংশ্লিষ্ট সকলকে রমজান মাসের প্রাক্কালে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী মূল্য বৃদ্ধির যে কোনো অপচেষ্টার ব্যাপারে সতর্ক থাকতে বলেছেন প্রধানমন্ত্রী। এ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, "এ মুহূর্তে দেশে নিত্যপণ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে। কাজেই মূল্য বৃদ্ধির কোনো কারণ থাকতে পারে না। " কোনো কোনো অসাধু ব্যবসায়ী বাজারে 'কারসাজি' করে নিত্যপণ্যের মূল্য বাড়িয়ে থাকে উল্লেখ করে হাসিনা বলেন, "আপনাদেরকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির যে কোনো অপচেষ্টা রোধে সতর্ক থাকতে হবে।

" প্রধানমন্ত্রী এফবিসিসিআই'র প্রতি ওয়েবসাইটে তাদের আমদানি করা পণ্যের বিস্তারিত বিবরণ তুলে ধরার আহবান জানান। যাতে কেউ অতিরিক্ত মুনাফা অর্জনের জন্য বাজারে কারসাজি করতে না পারে। বৈঠকে কমিটির সদস্যরা বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য ডিজিটাল বাংলাদেশ গঠনে রূপকল্প-২০২১ ঘোষণা করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। অন্যান্যের মধ্যে কমিটির সদস্য অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, বাণিজ্যমন্ত্রী ফারুক খান, বিজ্ঞান ও আইসিটি বিষয়ক প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান এবং এফবিসিসিআই সভাপতি এ কে আজাদ বৈঠকে উপস্থিত ছিলেন। Click This Link


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।