আমাদের কথা খুঁজে নিন

   

গন্তব্যে ফেরা

যদি পারতাম দুঃখগুলো নিলামে বিক্রি করে দিতাম

কোটি মানুষের এই ঢাকা শহর। প্রতিটি দিনই যেন শুরু হয় ঢাকার বুকে মানুষের মিছিল নিয়ে। স্বল্প জায়গা অধিক মানুষের বিচরণ স্বাভাবিক কারণেই জনজীবনে কিছু কিছু অসুবিধার সৃষ্টি হয়। সেই অসুবিধাগুলোকেই আমরা সুবিধা মনে করে ঢাকার বুকে বসবাস করছি। আর প্রতিটি দিন শেষেই জীবনের ঝুকি নিয়ে গন্তব্যে ফিরছি।

তার একটি উদাহরণ হল- গত (৯-৬-২০১০ বুধবার) তারিখ আমি কমলাপুর থেকে একটি লোকাল বাসে করে মৌচাক যাচ্ছিলাম। বাসে উঠে সিটে বসার কিছুক্ষণ পর বুঝতে পারলাম এই বাসে বাতাশ প্রবেশেরও একটু জায়গাও অবশিষ্ট নাই। তারপরও হেলপার সিটখালি বলে গাড়ীতে লোক উঠাচ্ছে। বিরক্ত হয়ে ড্রাইভারকে বললাম তোমার গাড়ীতে আর কোথায় এক ইঞ্চি জায়গা খালি আছে যেখানে তোমার হেলপার লোক উঠাতে পারবে? জবাবে ড্রাইভার বলল, দেখেন কিভাবে গাড়ীতে জায়গা করি, বলেই বেপরোয়া গতিতে গাড়ী চালাতে লাগল এবং কিছুক্ষণ পর পর এমন ব্রেক কষে, যার ফলে পিছনের লোকজন সামনে হুমরী খেয়ে পড়ে, আবার সামনের লোকজন পিছনে হুমরী খেয়ে পরে। জানিনা ড্রাইভারের এই জঘন্য এবং বিপদজ্জনক সিস্টেমে গাড়ীর জায়গা কতটুকু খালি হয়েছিল আর সকল যাত্রী কি জীবন নিয়ে তার নির্দিষ্ট গন্তব্যে পৌছতে পেরেছিল কিনা।

গাড়ীর সিট খালি হওয়ার আগেই আমি আমার গন্তব্যে নেমেই যাই। এরপর ভাবি- কাজ শেষে কিভাবে বাসায় ফিরবো!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।