আমাদের কথা খুঁজে নিন

   

কোন গন্তব্যে যুব সমাজ?

সত্য প্রকাশে সর্বদা আপোষহীন বর্তমানে আমরা এক অবক্ষয় জগতের বাসিন্দা। কেউ স্বীকৃতি প্রদান করুক আর না করুক আমরা এখন মূল্যবোধ ও নৈতিকতার নিয়ন্ত্রক কর্মবিমূখ, ধর্মনিরপেক্ষতা, ভোগবাদী ও ভোগসর্বস্ব সমাজের সর্বশেষ পরিণতির দ্বারপ্রান্তে। নিজেরাও জানিনা কোথায় যাচ্ছি, আমাদের গর্বিত সভ্যতার গন্তব্য কোন দিকে? যেখানে ইউরোপ-আমেরিকাসহ বহির্বিশ্বের নৈতিক বাধন মুক্ত ভোগবাদী সভ্য সমাজ গড়ে উঠেছিল তার অন্ত:সারশূন্যতা ইতোমধ্যে তাদের কাছে উম্মোচিত হয়েছে এবং অর্থ বিত্ত-আকাশচুম্বী সভ্যতা, দিগন্তে প্লাবিত সংস্কৃতি আর জ্ঞান বিজ্ঞানে উৎকর্ষতা থাকা সত্ত্বেও গোটা ইউরোপ আমেরিকার বুক চিড়ে বেরিয়ে আসছে এক অসহায় আর্তপীড়িতদের গভীর ক্রন্দন। যত দিন যাচ্ছে ততই যেন তা বড় হয়ে দেখা দিচ্ছে, মুক্তির জন্য কেঁদে মরলেও যেন মুক্তি পাচ্ছে না। সেখানে আমরা রচনা করছি আমাদের দৈহিক ও মানসিক অবয়ের সূচনা।

আর যুব সমাজ তার শিকার হচ্ছে প্রতিনিয়তই। যে ক্রিয়াশীল যুবক কখনো নিস্ক্রীয় থাকার কথা নয় আজ তারাই সৃষ্টি সুখের উল্লাসে না মেতে এখন ব্যস্ত ধ্বংসের উন্মাদনায়। দেশের রাজনৈতিক পট পরিবর্তন, মিডিয়া সন্ত্রাস, আইন শৃখংলা বাহিনীর ক্রমবর্ধমান ব্যর্থতা, মানবাধিকার লঙ্ঘন ও বিভিন্ন অগণতান্ত্রিক কার্যক্রমে দেশের যুব সমাজের মধ্যে এখন মূল্যবোধের অভাব পরিলক্ষিত হচ্ছে। তাদের মাঝে জন্ম নিচ্ছে এক গৃণিত মানসিকতা। জন্ম নিচ্ছে সুকুমার মনে নৈতিকতা বির্বজিত জ্ঞান।

ফলে যুবকেরা ক্রমশ অবয়ের দিকে ধাবিত হচ্ছে। এর ধারবাহিকতার অংশ হিসেবে পারিবারিক প্রথা, দায়িত্ব, সামাজিক দায়িত্ব কর্তব্য ও জাতীয় চেতনাকে জলাঞ্জলি দিয়ে জন্ম নিচ্ছে ব্যক্তি স্বাতন্ত্রবাদ,আত্মকেন্দ্রকিতা ও স্বার্থান্বেষী গোষ্ঠিদের। এর ফলে অভাব দেখা দিচ্ছে সাহসী উদ্যমী দেশপ্রেমিক ও কল্যাণমুখী যুব সম্প্রদায়ের। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।