আমাদের কথা খুঁজে নিন

   

সুমনুসংলাপ- 43 (English Proverbs-2)

"You may like a situation which is not good for you And You may dislike a situation which is good for you." (Al- Quran)

-ছেলে =মেয়ে ১. -বাসা আর বাসীর কথা তোমার আব্বু আম্মুকে বলে দাওনা! =বাসা আর বাসী কে? -কেন আমরা মানে আমাদের ভালবাসাবাসি! =ওহ্ তাই বল! না এখনই বলা যাবে না! First you deserve then desire! -ভালবাসা কী যোগ্যতা না? =যোগ্যতা তবে মাত্র ৫০ ভাগ! বাকী ৫০ ভাগ কোত্থেকে আসবে? -কিন্তু আজকালকার মেয়েদের বাবা-মায়েরা তো বিত্ত দেখলেই চিত্তের কথা ভুলে যায়! তাদের কাছে বিত্তই হয়ে ওঠে শতভাগ! = আমি কিংবা আমার ফ্যামিলি এটা মনে করি না! তুমি নিশ্চিন্ত থাকতে পারো... শুধু বাকী ৫০ ভাগ নিয়ে ভাব... - I can only hope! = What? - History will not repeat itself ! ২. - আচ্ছা এখন যে রিকশায় চলার পথে অনেক জুটি পরস্পর পরস্পরকে কিস করে এটাকে তুমি কীভাবে দ্যাখ? =আগে কতোবার বলেছি... আমরা এগিয়ে যাচ্ছি সারমেয় সম সভ্যতার দিকে... -লোকচক্ষুর সামনে যারা এমন করে তারা লোকচক্ষুর অন্তরালে কী করে তা নিশ্চয়ই অনুমান করা কঠিন নয়! =মেয়েগুলি বিয়ের আগে এসব করে বিরাট ভুল করছে... একসময় অনেক বড় মাশুল তাদের দিতে হবে।... আচ্ছা আমি চিন্তা করি ওরা যেহেতু সবই করে ফেলেছে তাহলে দিনের আলোতে সবার সামনে এই বেহায়াপনা আবার কেন? - ওরা আসলে অন্য যুবক-যুবতী যারা ওদের দেখছে তাদের message দেয়ার চেষ্টা করে! = Message? কী message? - তারা বলতে চায় ‘Make hay when the sun shines!’ .....................................................

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.