আমাদের কথা খুঁজে নিন

   

রেকর্ড রিজার্ভ!! সাফল্য কার?

মানুষ আমি আমার কেন পাখির মত মন....

প্রতি মাসে বৈদেশিক মুদ্রার রিজার্ভের রেকর্ড হচ্ছে। গত মাসে ছিল এযাবত সর্বোচ্চ। যার মূলে রয়েছে রেমিটেন্স প্রবাহ বা প্রবাসীদের পাঠানো টাকা। এ মাসে রেক্ড পরিমান রেমিটেন্স সংগ্রহ হয়েছে যা ১০৫ কোটি ডলার। সরকার রেকর্ড রিজার্ভের কথা গর্ব ভরে প্রচার করে।

কিন্তু এ সাফল্য কি সরকারের? এ সাফল্য আমাদের খেটে খাওয়া সাধারন মানুষের যারা নিজের ভিটে মাটি সর্বস্ব বিক্রি করে বিদেশে পাড়ি দিয়ে দিন রাত পরিশ্রম করে যাচ্ছে। তাদের পাঠানো টাকায় দেশের অর্থনীতি সচল রয়েছে অথচ সরকার তাদের জন্য কিছুই করছে না। বিদেশে অবস্থিত বাংলাদেশ দুতাবাসে একবার যে গেছে সে জানে দুতাবাস কি জিনিস। তারা নিজেদেরকে জনগনের চাকর না ভেবে সবাইকে নিজের চাকর ভাবতে অভ্যাস্ত। বিদেশের কথা নাহয় আর না ই বললাম।

নিজের দেশেও প্রবাসীরা কি কম হয়রানীর শিকার হয়? সরকার শুধু বড় বড় কথা বলে, কয়েকদিন আগে এন আর বি সম্মেলন নামে একটি সম্মেলন হয়ে গেল প্রবাসীদের নিয়ে, দেশের প্রসিডেন্ট থেকে শুরু করে অনেক নীতি নির্ধারকগন যেখানে অংশ নিয়েছিলেন। আমার প্রশ্ন হচ্ছে অনেক কিছু করার দরকার নেই নির্বাচনের পর থেকে প্রায় ১ বছরে সরকার কি পেরেছে প্রবাসীদের একটি সমস্যারও সমাধান করতে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.