আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগে মোবাইল হারাইয়া গেছে, একটু খুঁইজা দেন না ভাই!

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে

পরিষ্কার মনে আছে ব্লগে ঢোকার সময় মোবাইলটা নিয়াই ঢুকছিলাম। গতকালের পোস্টের উপরে রাইখ্খা ফ্রন্টপেজের একটা পোস্ট পড়তেছিলাম। তারপর গেলাম ফিফার পোস্টে, তারপরে বিদগ্ধজনের, তারপরে আরেকজনের পোস্টে। এরমধ্যে একজনরে একটা ফোন করার কথা মনে পড়লো। কিন্তু ফোন খুঁইজা আর পাই না।

ফ্রন্টপেজে খুঁজলাম, যতগুলা পোস্টে গেছি সবগুলায় আবার চক্কর মারলাম। কোন পোস্টের চিপায়, কমেন্টের তলে চাপা পড়ছে কিনা তাও উল্টাই পাল্টাই দেখলাম। কিন্তু না, কোথাও পাওয়া যাইতেছে না। আমি সিউর এইখানেই আছে। কারো ব্লগে, বা ব্লগার কারো পকেটেই হবে।

আমার মোবাইলটা হারাইলে কিন্তু খবর আছে। কারা কারা ব্লগে ঢুকছে সবার নাম আমি লিখে রাখতেছি। প্রত্যেকের ব্লগ তল্লাশী করমু। ব্লগ থেকে মোবাইল আর যাবে কোথায়? কে কে লগঅফ করতেছে তাও আমি নোট নিয়া রাখতেছি। ব্লগের মধ্যে মোবাইল চুরি যাবে বা হারিয়ে যাবে এটা মানা যায় না।

মোবাইল আমার খুঁজে বের করতেই হবে। ফোন করাটা আমার খুবই জরুরী। সবাই একটু ব্লগ খুঁজে দেখেন না ভাইজানেরা! পিলিচ!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.