আমাদের কথা খুঁজে নিন

   

অপরিনত সাগর

স্বপ্নেরা থাকুক স্বপ্নের মাঝেই
ভাঙা একটা কাঠবোর্ডের বাক্স, ভেতরে পড়ে আছে একটা ধুলো মলিন নোটবুক । এখানে লেখা আছে একটা সাগরের অপরিনত বার্ধক্যের গল্প । সেদিন একফোটা ঘামের গন্ধের মায়াবী মোহে বিষন্নতার বেড়াজাল ভেঙে তার জীবনে এসেছিল সেই উর্বশী, যার উন্নত অধরে হারিয়েছিল নিজ সম্বল । সপ্ত ডিঙ্গা সে ভাসিয়ে নিতে পারনি, বরং প্রথম অনলে পুড়ে দগ্ধ হওয়ার বিষ্ময় নিয়ে অবাক দৃষ্টিটা ঘোলাটে হয়ে গিয়েছিল তার । আসন্ন জোয়ারের প্রতিক্ষায় তখন উর্বশী হয়েছিল নিষ্ঠুর, নিজ অঙ্গে মেখেছিল উন্মত্ততার ঝংকার । হয়ত সাগরে সেদিন ঘুর্ণিপাক ছিল না, অথবা নরম মাটির বুকে সাগরের ঢেউ আছড়ে পড়ার সাহস জুগিয়ে উঠতে পারে নি । এরপর কতদিন মোহনায় জমেছিল শুভ্র ফেনা, অথচ সেই ফেনা আর কখনও ছুয়ে দেখেনি সাগেরের লোনা জল । হেরে যাওয়ার বঞ্চনা ভুলতে সাগরে কী আর আসবে না জোয়ার? তবে কি সাগর অপরিনত বয়সেই বৃদ্ধ?
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.