আমাদের কথা খুঁজে নিন

   

অপরিনত প্রণয়

নাম ছিলনা স্বপ্ন গুলোর........প্রতিবিম্বিত অবয়ব তাড়িয়ে বেড়ায় নিজেকে।

অপরিনত প্রণয় নাদিম ============ - হে পরিনত যুবক, কি দেখো এমন করে ? - দেখি, অপরিনত প্রণয়ের অসংগায়িত এক যাত্রার সুদর্শনা যাত্রি কে... - আবার সেই ছেলেমানুষি ! - ছেলেমানুষি-ই বটে। মোহের ঘোরে স্বপ্ন গিলে খাওয়া এক উদ্বাস্তু প্রেমিক আমি। আমায় গ্রহন করো। - গ্রহন কেন ? ভালোবাসায় গ্রহন-বর্জন নেই।

আছে শুধু অসমাপ্ত চোখে তৃ্‌ষিত সূর্যের মত চেয়ে থাকার অভিপ্রায়। আছে সব শেষ করেও নতুন ভাবে বাচাঁর স্খুতি। - হুম। কেন ভালো লাগেনি বলতে পারলেও, কেন ভালো লেগেছে তা বলতে না পারার এক অদ্ভুদ কষ্টের নাম ভালোবাসা। নিজেকে ঢেলে দিয়ে অন্যের চোখে ইন্দ্রজাল বুনার নাম ভালোবাসা।

- এইসব মোহ। ভালোবাসা নয়, প্রিয়। - হুম। অপরিনত প্রণয়ের শুরুটা অবশ্যই মোহ। - মোহ কেন তবে ভালোবাসার নাম ? - আমি মোহ বুঝি না, স্বপ্ন বুঝি।

অনন্ত যৌবনা প্রিয়ার মায়াবি চোখে নিজেকে খুঁজি। এক গ্লাস জোছনা হাতে তোমায় প্রতিনিয়ত তৃষার্ত করি। তুমি দক্ষিনের জানালায় প‌ূর্ণিমার চাঁদ হয়ে আমায় ভিজিয়ে যাও নিত্ত । - বেশ হয়েছে। তোমার অপরিণত মোহ আমায় পাগল করে।

নিজেকে নিজের ভেতর থেকে কেড়ে নেয়। - মোহ টা অবশ্যই ভালোবাসা ছিল না, তবে হ্যাঁ, ভালোবাসা টা অবশ্যই মোহ ছিল ! মায়াবী মোহ.... আমি ছুটে যাই, ফের ফিরে আসি..... কোন মায়াজালে ?? কোন মায়াবী মোহে ?? এটা কি মোহ, নাকি মায়া ?? স্বর্গীয় প্রতাপ..... ২৮-১০-২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.