আমাদের কথা খুঁজে নিন

   

শতাব্দীর ভালোবাসা

আকাশ ছুঁব...

শতাব্দীর ভালোবাসা -অদ্বিতীয়া সিমু আকাশের হাতের মুঠোয় করে নিঃশব্দতা আয়োজন করে আমার কুলখানির বুকের ভেতর বেলীফুলের কঁচি চারাগাছটা দুলে ওঠে পুকুরপাড়ে নির্জনতার সমুদ্র । ওহ্, কি যেন বলছিলে? এখন কবিতারা শরীরী প্রেমে জোটে! কি জানি! হয়তবা কবিতারাসভ্যতার স্রোতে গা ভাসিয়েছে ওরা আর এলো চুলের ঘ্রান পায় না, শুনতে পায় না পাতার মর্মর গান সন্ধ্যায় প্রেম হয় ধানমন্ডি লেকের টলমল জল আর নিষিদ্ধ স্পর্শের টান । আমি চুপিচুপি তোমার অবয়ব আঁকি কবিতার শরীরে কঁচি লাউয়ের ডগায় তিরতির কাঁপে শতাব্দীর ভালবাসা আমার কবিতাগুলো অপার সম্ভাবনা নিয়ে জাগ্রত হয় মুহূর্তগুলো ঝরে পড়ার আগেই পাথরের বুকে জাগায় আশা আমি আমার মায়ের মুখের দিকে তাকাই । এ কি! ভয়! ঢাকা মেট্রোর মধ্যিখানে কালো ফ্রেমের চশমা চোখের লোকটি তাকে তোমার ভয়, মা? বলো? যদি শতাব্দীর ভালবাসা সেই হয়, তবে রুখবে কেমন করে! ভেজা চুলে এলাচের সুরভী ছড়িয়ে বিকেলের ব্যালকনীতে দাঁড়াই কিছুটা ক্ষ্যাপাটে তবে ভীষণ ভীতু, আর মুখে ভুবনজয়ী হাসি । সবশেষে মাঠে সোনালী ধানের ঘ্রাণ মুখ ফসকে অজান্তেই হয়ত কোনদিন বলব- ‍‌‌‍‍হ্যাঁ, ভা-ল-বা-সি ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.