আমাদের কথা খুঁজে নিন

   

তীরে এসে তরী ডুববে? :পরামশ' দরকার

আমি নেই তাদের সাথে, যারা নিজকে ভাবে সম্মানী আর পরকে ভাবে বাজে----

আমার এক বন্ধুর মহা বিপদ আজ। একটি ব্যাংকের নিয়োগপত্র পাওয়ার পরও জয়েন অনিশ্চিত কারণ ছিনতাই! গতকাল, তার হাত ব্যাগটি একজন ছিনতাইকারি ছিনিয়ে ভো-দৌড়। চলন্ত বাসে থেকে তার কিছুই করার ছিল না। সব মুল কাগজপত্র এখন সেই ছিনতাইকারির কাছে। নিয়োগপত্রে উল্লেখ আছে মুল কাগজপত্র ৭/১০ তারিখে জমা দিতে না পারলে নিয়োগ বাতিল হবে। ফটোকপি আছে, ওটা নাকি তারা গ্রহন করবে না। মহাবিপদ। বোড' হতে তুলতে ৩/৪ দিন সময় লাগবে। এখন সে কি করবে? কোন পরামশ' দিলে উপকৃত হতাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।