আমাদের কথা খুঁজে নিন

   

কয়লার গনগনে উত্তাপ ও পাঁচটি তাজা প্রাণ

বেঁধেছে এমনও ঘর শুন্যের ওপর পোস্তা করে..

যদি কেউ আচমকা আপনার কাছে জানতে চায় যে লোকের মৃতু্য আর কাকের মৃতু্যতে তফাৎ কি তাহলে শুরুতে হয়তো আপনি একটু বিমুঢ় হয়ে পড়বেন এবং তারপর ভাবতে বসবেন আসলেই লোক আর কাকের মৃতু্যর মধ্যে পার্থক্য কোথায়। যিনি আপনার কাছে প্রশ্ন করেছিলেন তিনি অধীর আগ্রহে তাকিয়ে আছেন আপনার মুখের দিকে। ভাবতে ভাবতে একসময় পার্থক্য টা আপনি পেয়েও যাবেন। প্রশ্নকর্তা আশ্বস্ত হবেন কারন তিনি নিজেই ব্যাকুল হয়ে অন্তত একটা পার্থক্য আবিস্কারের চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। অথচ তিনি ভাবতে চান, এখনও পার্থক্যটা রয়েছে।

তবে আপনি যে পার্থক্য পেয়েছেন তা শুনে প্রশ্নকর্তার পিলে চমকে যাবে। কাক মরলে এখনো কাক জড়ো হয় কিন্তু লোক মরলে কোন লোকও জড়ো হয়না। মাত্র গতকাল দিনাজপুরের ফুল বাড়ীতে পুলিশ , বিডিআরের গুলিতে মারা গেছে পাঁচজন মানুষ। বিশ্বাস করেন নকল মানুষ না একেবারে খাটি আদম সন্তান। এশিয়া এনার্জি কোম্পানীকে রক্ষা করতে গিয়েই না পুলিশ ভাইদের গুলি না চালিয়ে কোন উপায় ছিলনা।

কারা এই এশিয়া এনার্জি কোম্পানী? দিনাজপুরের ফুল বাড়ীতে পাওয়া গেছে অতি উন্নত মানের কয়লা খনি। সেই কয়লা উত্তোলন করে আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি যারা তরান্বিত করার দায়িত্ব নিয়েছেন তারাই এশিয়া এনার্জিকোম্পানি। এখন সবাই একটু খেয়াল করেন সেই শর্তগুলি যা খুব শিগগীরই নির্ধারিত হতে যাচ্ছে সরকার ও এশিয়া এনার্জির মধ্যে। ওপেন মাইনিং পদ্ধতিতে এই কয়লা উত্তোলিত হবে যার মানে হচ্ছে প্রথমে মাইন দিয়ে পুরো ফুলবাড়ি থানা গুড়িয়ে দেয়া হবে । উত্তোলিত কয়লার মাত্র পনোরো ভাগ পাবে বাংলাদেশ সরকার।

মোট তিরিশ বছরে বাংলাদেশ সরকার টাকার অংকে পাবে তিরিশ হাজার কোটি টাকার কাছাকাছি। এশিয়া এনার্ঝি পাবে 1 লাখ 50 আজার কোটি টাকা। এই কয়লা উত্তোলনের জন্য পুরো ফুলবাড়ী থানার মানুষকে অন্যত্র সরিয়ে নিতে হবে। ঐ এলাকার ভূ প্রকৃতি গাছপালা ফসল হওয়ার পর্যায়ে পৌছতে লাগবে তিন হাজার বছর। না, আপনি ভুল শুনছেন না।

মাত্র তিন হাজার বছর! অর্থনীতিবিদ আনু মোহাম্মদের হিসাব অনুযায়ী পুরো প্রক্রিয়ায় আমাদের অর্থনৈতিক ক্ষতি হবে মোটে পাঁচ লক্ষ কোটি টাকা। কিন্তু প্রশ্ন হচ্ছে তারপরেও সরকারের এত আগ্রহ কেন? আগ্রহ থাকাই কথা। কারন আমাদের এখানে সরকার ও জনগনের লাভ লস একবিন্দুতে থাকেনা। তিরিশ হাজার কোটি টাকা লেনদেন হবে। বিপুল কামাইয়ের সুযোগ তৈরি হবে অনেকের জন্য।

পাবলিকের কিছু হবেনা তা বলাই বাহুল্য। বছরে এক হাজার কোটি টাকারও অনেক বেশি টাকা দূর্নীতি-অপচয় হয়। যাহোক, ভরসার কথা যে দিনাজপুরের বীর জনতা প্রতিরোধ করেছে। হাজার হাজার মানুষ লাঠি হাতে মৃতু্যকে পরোয়া না করে রাইফেলের সামনে বুক পেতে দাড়িয়েছে। সাওতাল রা এসেছিল তীর ধনুক নিয়ে।

তেভাগা আন্দোলনের পর এই হয়তো প্রথম। ফুলবাড়ীতে কয়লা আছে। কয়লা আছে আমাদের বুকে। এত শোষন আর বণচনা জমে তো আর ফুল হবে না, কয়লাই হবে। সেই কয়লার উত্তাপ মোটেও কম নয়।

শুধু সেটি প্রমাণ করতে হবে। আমার ভরসা আছে। আমরা সেটি পারবো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.