আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কিছু প্রশ্ন ও উত্তর মিলিয়ে নিন

আমি যতটুকু বর্তমান তারচেয়ে ভাল হতে চেষ্টা করি ।

কলা ও কলাতন্ত্র ০১. নিউরোন কোনটির একক? (৯৫-৯৬) ক) বৃক্ক খ) যকৃত গ) শুক্রাশয় ঘ) কোনটিই নয় ০২. হ্যাভারসিয়ান নালী কোথায় দেখা যায়? (৯৮-৯৯) ক) ¯পঞ্জী অস্থি খ) নিরেট অস্থি গ)কোমলাস্থি ঘ) হৃদপিন্ড ০৩. আইলেটস অব ল্যাংগারহ্যানস কোথায় থাকে? (০৩-০৪) ক) বৃক্ক খ) যকৃত গ) ফুসফুস ঘ) অগ্ন্যাশয় ০৪. অস্থির বাইরের আবরণকে কি বলা হয়? (০৩-০৪) ক) পেরিটোনিয়াম খ) পেরিকার্ডিয়াম গ) পেরিঅস্টিয়াম ঘ) পেরিস্ট্রামিয়াম ০৫. পাকস্থলীতে হাইড্রোক্লোরিক এসডি নিঃসৃত হয় কোন কোষ থেকে? (০৪-০৫) ক) চিফ কোষ খ) প্যারাইটাল কোষ গ)মিউকাস কোষ ঘ) যকৃতের কোষ ০৬. ক্ষুদ্রান্ত্রের সর্ববহিঃস্থ কলান্তরকে বলে- (০৬-০৭) ক) খ) গ) ঘ) ০৭. কোনটি শোষণতল বৃদ্ধি করে? (০৮-০৯) ক) খ) গ) ঘ) ০৮. তরুণাস্থি কোন আবরণ দ্বারা আবৃত থাকে? (০৯-১০) ক) পেরিঅস্টিয়াম খ) পেরিকন্ড্রিয়াম গ) কিউটিকল ঘ) প্লুরা ০৯. ইন্টারক্যালেটেড ডিস্ক কোন ধরনের কলার বৈশিষ্ট্য?(০৯-১০) ক) হৃদপিন্ডীয় কলা খ) গ) অস্থিয় কলা ঘ) আন্ত্রিক কলা ১০. ইনসুলিন নিঃসরণকারী গ্রন্থির নাম হলো- (১২-১৩) ক) যকৃত খ) অগ্ন্যাশয় গ)প্লীহা ঘ) আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স উত্তর: ১. ঘ ২. খ ৩. ঘ ৪. গ ৫. খ ৬. ঘ ৭. খ ৮. খ ৯. ক ১০. ঘ কিছু লেখা বাদ পড়েছে আপনারা বই থেকে পড়ে মিলিয়ে নিবেন ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.