আমাদের কথা খুঁজে নিন

   

রেকর্ড মুনাফা তবুও শেয়ার পতন অ্যাপলের

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, শেয়ার হ্রাস পাওয়ার বিষয়টি নিয়ে বিনিয়োগকারীরা চিন্তিত। বাজার বিশ্লেষকরা ২০১৪ সালে অ্যাপলের যতো মুনাফা হবে বলে প্রকাশ করেছিলেন, অ্যাপলের টার্গেট তার চেয়ে কম থাকা শেয়ার বাজারে প্রভাব ফেলে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী টিম কুক এক বিবৃতিতে জানিয়েছেন, তারা আইপ্যাড এবং আইফোন বিক্রি নিয়ে সন্তুষ্ট। অ্যাপল জানিয়েছে, তারা আশা করছেন এ বছর প্রতিষ্ঠানটির আয় চার হাজার দুশো কোটি থেকে চার হাজার চারশ কোটির মধ্যে থাকবে। তবে বিশ্লেষকরা এর আগে এর চেয়েও খানিকটা বেশি আয় হবে এমনটাই পূর্বাভাস দিয়েছিলেন।
১৭ জানুয়ারি থেকে চীনে আইফোন বিক্রি শুর হলেও এশিয়ায় অ্যাপলের বিক্রির পরিমাণ নয় শতাংশ হ্রাস পেয়েছে বলে প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। অ্যাপলের আইপড বিক্রিও ৫৫ শতাংশ হ্রাস পেয়েছে। তবে এ বিষয়ে চিন্তিত নন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কুক। তিনি এ প্রসঙ্গে জানিয়েছেন, তিনি মনে করেন সবাই বেশ কিছুদিন ধরেই জানেন যে আইপড এখন পড়ন্ত ব্যবসা।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.