সোমবার সন্ধ্যায় শহরের বকুল তলা থেকে মিছিলটি শুরু হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
মিছিল শুরুর আগে বকুল তলায় সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ হয়।
এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজনু, কোষাধ্যক্ষ মো. সুরুজ্জামান, শহর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম, সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ প্রমুখ।
রোববার ঢাকা অবরোধ ও সমাবেশকে কেন্দ্র করে হেফাজত ইসলাম রাজধানীতে ব্যাপক তাণ্ডব চালায়। এতে কয়েকজনের প্রাণহানীর ঘটনা ঘটে। ভাংচুর, অগ্নিসংযোগ, লুটপাট ও হামলা চালানো হয় ব্যাপকভাবে।
এ তাণ্ডবের প্রতিবাদে আওয়ামী লীগ সোমবার ঢাকায় সমাবেশসহ সারাদেশে বিক্ষোভ কর্মসূচির ডাক দেয়। ঢাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করার পরিপ্রেক্ষিতে কর্মসূচি স্থগিত করা হলেও সারাদেশে সে কর্মসূচি পালিত হচ্ছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।