যুদ্ধাপরাধের দায়ে জামায়াতে ইসলামীর নেতা মো. কামারুজ্জামানের মৃত্যুদণ্ডের রায়ের কয়েক ঘণ্টা পর বৃহস্পতিবার কর্মসূচি স্থগিতের এই ঘোষণা দিলো সংগঠনটি।
চট্টগ্রামভিত্তিক এই সংগঠনটির বিরুদ্ধে জামায়াতঘনিষ্ঠতার অভিযোগ করে আসছে সরকারসহ বিভিন্ন রাজনৈতিক দল; যদিও হেফাজত নেতারা এই অভিযোগ প্রত্যাখ্যান করে আসছেন।
সংগঠনের আমির শাহ আহমদ শফী হরতাল স্থগিতের এই নির্দেশ দিয়েছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন হেফাজতের কেন্দ্রীয় সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আশরাফ আলী নিজামপুরী।
মতিঝিল থেকে তুলে দেয়ার পর মহাসচিব জুনাইদ বাবুনগরীসহ নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে গত মঙ্গলবার চট্টগ্রামের হাটহাজারীর দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসায় এক সংবাদ সম্মেলনে হরতালের কর্মসূচি ঘোষণা করা হয়েছিলো।
হেফাজতের আমির শাহ আহমদ শফী এই মাদ্রাসার মহাপরিচালক।
মতিঝিল থেকে হেফাজতকর্মীদের তুলে দেয়ার পর সোমবার তিনি মাদ্রাসায় ফেরত আসেন।
তবে ওই মাদ্রাসার শিক্ষক জুনাইদ বাবুনগরী সেদিন ঢাকায় গ্রেপ্তার হন।
এর প্রতিবাদে হরতাল ডাকলেও রাজনৈতিক এই কর্মসূচির বিরোধিতা হেফাজতের মধ্যেই ছিলো, যারা নিজেদের অরাজনৈতিক সংগঠন বলে দাবি করে আসছেন।
হেফাজতের ঢাকা মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অরাজনৈতিক সংগঠন হিসেবে হরতালের মতো রাজনৈতিক কর্মসূচি না দিতে বড় হুজুরের কাছে অনুরোধ করেছিলাম। ”
হরতাল স্থগিতের কারণ জানতে চাইলে আশরাফ নিজামপুরী বলেন, “আমাদের অনেক নেতাকর্মী আহত হয়েছেন, শাহাদাৎ বরণ করেছেন, অনেকে নিখোঁজ রয়েছেন- সামগ্রিক বিবেচনায় এ হরতাল স্থগিত করা হয়েছে।
”
হেফাজতকর্মীরা ঢাকা অবরোধের পর রোববার পল্টন ও গুলিস্থান এলাকায় তাণ্ডব চালায়, এই সহিংসতায় নিহত হয় তিনজন, পুড়িয়ে দেয়া হয় অসংখ্য দোকান ও গাড়ি।
এরপর হেফাজতকর্মীরা মতিঝিলে টানা অবস্থানের ঘোষণা দিলে রাতে আইনশৃঙ্খলা বাহিনী সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের তুলে দেয়।
তখন সংঘাতে বহু নিহত হয়েছে বলে হেফাজত নেতারা অভিযোগ করলেও পুলিশের দাবি, অভিযানের সময় কেউ নিহত হননি।
মতিঝিলে অভিযানের পর সাতটি লাশ পাওয়ার কথা জানিয়ে পুলিশ জানায়, এরা আগেই নিহত হয়েছিলো।
মতিঝিল থেকে তুলে দেয়ার পর হেফাজতের কর্মীরা নারায়ণগঞ্জে এবং শফীর গ্রেপ্তারের গুজবে হাটহাজারীতে সংঘাতে জড়ায়।
সোমবারের ওই সংঘাতে নিহত হয় অন্তত ২৪ জন।
শাহবাগ আন্দোলনের বিরোধী হেফাজত ‘নাস্তিক’ ব্লগারদের শাস্তি দাবিতে আন্দোলনে নামে। পরে তারা ১৩টি দাবি তোলে, যা ‘নারীবিরোধী’ বলে সমালোচিত।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।