আমাদের কথা খুঁজে নিন

   

হেফাজতের ২০ কর্মী হেফাজতে

শুক্রবার বিকালে তাদেরকে মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ প্রতিটি মামলায় সাতদিনের রিমান্ড চাইলে বিচারক মোস্তফা শাহরিয়ার একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এদের কয়েকজন হলেন, মো. আশিক, মোহাম্মদ হোসেন, আবু বকর সিদ্দিক, মিজানুর রহমান, আবু সাঈদ। বাকিদের নাম জানা যায়নি।
গত সোমবার হেফাজতে ইসলামের ঢাকা অবরোধ কেন্দ্র করে পল্টন-মতিঝিল এলাকায় ব্যাপক ভাংচুর ও অগ্নিসংযোগ চালায় সংগঠনের কর্মীরা। নাশকতা থেকে রক্ষা পায়নি ফুটপাতের দোকান, পবিত্র কোরআন, রাজনৈতিক দলের কার্যালয়সহ মতিঝিল এলাকার বাণিজ্যিক স্থাপনাগুলো।
সহিংসতার ঘটনায় পুলিশ হত্যা প্রচেষ্টা, ভাংচুর-অগ্নিসংযোগ এবং ককটেল বিস্ফোরণের দায়ে পুলিশ মামলা দুটি দায়ের করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা রমনা থানার এসআই মীর রেজাউল ইসলাম এবং আলম মিয়া।
মহানগর পুলিশের অপরাধ, তথ্য এবং প্রসিকিউশন বিভাগর অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মতিঝিল ও শাহবাগ থানায় দায়ের করা ওই দুই মামলায় হেফাজতের ৪০ জনকর্মীকে দুই দিন করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। সেখান থেকে ২০ জনকে রমনা থানায় দায়ের করা দুই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার আদালতে তোলা হয়।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.