আমাদের কথা খুঁজে নিন

   

হেফাজতের ৪০ কর্মী রিমান্ডে

ঢাকার মহানগর হাকিম মো. ইসমাইল হোসেন মঙ্গলবার তাদের রিমান্ড মঞ্জুর করেন।
মহানগর পুলিশের অপরাধ,  তথ্য ও প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ আনিসুর রহমান  জানান, রমনা থানা পুলিশ হেফাজতের ২০ কর্মীকে সোমবার আদালতে হাজির করে ৫৪ ধারায় সন্দেহভাজন হিসাবে গ্রেপ্তার দেখিয়ে সাত দিন  রিমান্ডে নেয়ার আবেদন করে। আর শাহবাগ পুলিশ আরো ২০ জনকে একইভাবে পাঁচ দিনের রিমান্ডে চায়। 
মঙ্গলবার দুপুরে শুনানি শেষে বিচারক প্রত্যেকের দুই দিনের করে রিমান্ড মঞ্জুর করেন।
এছাড়া হেফাজতের আরো ১৬ কর্মীকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করলে সোমবার তাদের কারাগারে পাঠান বিচারক।
গত রোববার হেফাজতে ইসলামীর ঢাকা অবরোধ ও মতিঝিলের সমাবেশ চলাকালে পুলিশের কাজে বাঁধা, গাড়ি ভাংচুর ও অগ্নিসংয়োগের ঘটনায় জড়িত সন্দেহে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.