আমাদের কথা খুঁজে নিন

   

হেফাজতের একটা দফা

২০০৬ বা ২০০৭ সালে RAB ঢাবির একদল ছেলে মেয়েকে আটক করেছিল "অবাধ মেলামেশা" র দায়ে আর তা পত্রিকায় ছাপা হয়েছিল।"অবাধ মেলামেশা" শব্দটা খেয়াল করুন। "মেলামেশা" আর "অবাধ মেলামেশা"র মধ্যে পার্থক্য রয়েছে আর "অবাধ মেলামেশা" খারাপ বলেই RAB ঐসময় তাদের গ্রেপ্তার করেছিল।হেফাজতের একটা দফা নিয়ে কিছু নাস্তিক খুব চেচামেচি করছে। তা হল- নারী পুরুষের অবাধ বিচরন বন্ধ করা। কিছু নাস্তিক প্রচার চালাচ্ছে এর মানে নাকি হল নারী-পুরুষ একসাথে অফিসে কাজ করতে পারবেনা, একসাথে হাটতে পারবেনা ইত্যাদি।আরে খবিশের বাচ্চারা, তোরা বিচরন আর অবাধ বিচরনের মধ্যে পার্থক্য আসলেই বুঝসনা নাকি বুইঝাও লাফাস? অবাধ বিচরনের প্রকৃত অর্থ বোঝতে বোটার্নিকাল গার্ডেন, ধানমন্ডির লেক, রিক্সার ভিতরে দেখতে হবে.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.