এটা নাকি সর্বস্বীকৃত যে বলিউড যখন হলিঊড কে নকল করে তখন নাকি তা "ইন্সপারেশান" আর ঢালিঊড যখন বলিউড কে দেখে কিছু বানায় তা নাকি "নকল" করা!!
এমন টি কিন্তুক অনেকবার ঘটেছে যে দেখা গেছে বলিউডের স্বনামধন্য সংগীত পরিচালক রা বাংলাদেশী সংগীত পরিচালকদের সুর একরকম নিজের মনে করে চালিয়ে দিয়েছে,যেমন টি দেখা গেছে হিন্দি মার্ডার মুভির "ও জানা" গান টি যা আনু মালিক সাহেব বাংলাদেশ এর বিখ্যাত ব্যান্ড "মাইলস" এর "ফিরিয়ে দাও" গান টীর সম্পুর্ন নকল করেছেন,আবার পরে নাকি বলেছেন যে ওই সুর টা একান্ত তার কল্পনাপ্রসুত,তিনি নাকি এ সুরে আর কোনো গান আছে তা জানতেন ই না!!পরে শুনেছিলাম "মাইলস" মামলা করেছিল,মামলার ফলাফল কি হয়েছিল জানা নেই।
ঠিক এমন একটি ঘটনা হয়ত আবার ঘটেছে! বলিউডের "তেরে সাংগ" নামে একটা আপকামিং মুভি তে "তেরে বিন" শীর্ষক গানটার সুরকার বিখ্যাত সুরকার বাপ্পি লাহিড়ী,কিন্তু আক্ষেপের বিষয় এই যে বাপ্পি দা গানটার "ইন্ট্রো" টা সম্পুর্ন মেরে দিয়েছেন ফুয়াদ এর সুরারপিত এবং শান্ত এর গাওয়া গান "তোমাকেই ভেবে লেখা(মন ভালো নেই,বারবার মনে হয়...।) এর "ইন্ট্রো থেকে!এখন আপনারাই বলুন এটাকে কি বলিব???নকল নাকি ইন্সপারেশান???
বাপ্পিদার কাজ টা শুনতে চাইলে ডাউনলোড করে নিন এখানে ক্লিক করুন
ফুয়াদের টা শুনতে চাঈলে এখান থেকে ডাউনলোড করুন Click This Link
*****আমার কোনো ভুল ভ্রান্তি হলে ধরিয়ে দিন,কিন্তু অহেতুক অশ্লীল কথা লিখে আমার ব্লগ দয়া করে নোংরা করবেন না!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।