আমাদের কথা খুঁজে নিন

   

আপনি কি এটাকে স্মার্টনেস বলবেন?

খামোশ......... গেল ০৫ই সেপ্টেম্বর এক বন্ধুর বোনের ০৭ মাসের প্রেগনেন্সির সময় ইমার্জেন্সি সিজার করতে হয়েছে। অপারেশন শুরু হওয়ার ০৪ ঘন্টা আগে আমি ও নেগেটিভ(O-) রক্ত চেয়ে ফেসবুকের কিছু গ্রুপ আর পেজে পোষ্ট করেছিলাম। জনৈক শিহাব সুমন সেই পোষ্টের ফিড ব্যাক হিসাবে এই মেসেজ খানা পাঠাইছেন... তার উর্বর(অতিরিক্ত পরিমানে জৈব সার) মস্তিষ্কে এই ধরনের চিন্তা আসায় আমি কিছু ব্যাপার বুঝতে পেরেছি। ১। এদের মত মানুষের কাছ থেকে দূরে থাকেন।

২। ফেসবুক প্রোফাইলে মেয়েদের ফুটু, নায়িকাদের ফুটু, নায়িকার সাথে থাকা নায়কের কল্লা ফেলায়া দিয়া নিজের কল্লা লাগায়া ফুটু না দিলে কেউ আপনারে বিশ্বাস যাবে না। আপনি চাপাবাজ হিসাবে গন্য হবেন যাই হোক,অপারেশনের আগেই রক্ত পাওয়া গিয়েছিল। ওই ব্রোর রক্ত লাগে নাই । তবে বাচ্চার জন্য দোয়া করবেন, সে এখনোও ইনকিউবেটরে আছে।

A(+ve) রক্ত চেয়ে আজ একজন পোষ্ট করেছে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.