নিজের বিষয়ে কিছু আমি গুছিয়ে বলতে পারবনা। পড়াশোনা করছি পাশাপাশি ব্যবসা। মাঝে মাঝে নিজেকে একাকী বোধ করি। তখন অনেক মন খারাপ হয়ে যায়। স্বপ্ন অনেক। কিন্তু পূরণ করার সাধ্য নেই। চেষ্টায় আছি। মাঝে মাঝে এমন কিছু না ভেবে করি যার জন্য পরবর্তীতে অনেক অনুশোচনা করি।
নিঃস্থব্ধ এই রাত ,
চারিদিকে সুনিশান নিরাবতা ,
শুধু আমার মাঝেই অস্থিরতা,
কি ভাবছি আমি?
স্বপ্ন পোড়াই স্বপ্ন ভাঙ্গি,
নিঃস হয়ে যাই প্রতি মুহুর্তে,
হঠাৎ করেই মনের মাঝে ,
হৃদয়ের গভীর ফোঁড় থেকে,
সে আসে ,
নিজেকে প্রশ্ন করি ,
এমনই কি হয়?
নিঃস হতে কি আর?
আছে কি বাকী?
ভাবনার অর্ন্তজালে মিশে ,
হৃদয়ের গভীরে !
মেশানো ভঙ্গুর স্বপ্ন আর কতদিন?
ভাবনার কোন শেষ নেই,
হঠাৎ করে হবে আবার?
কোনদিন দেখা?
এ ভাবনার কেন্দ্রবিন্দু,
শুধু তুমি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।