শিক্ষানবিশ বলছি
গত কাল সন্ধ্যায় একটি মোবাইল কোম্পানীর ম্যাজিক ভয়েজ কল নিয়ে এক ব্লগারের একটি মজার লেখা পড়েছিলাম । তিনি সামুর নিয়মিত ব্লগার জারনো ভাই ।
লিংক দেখতে এখানে ক্লিক করুনঃ
Click This Link
কিন্তু আজ দুপুরে এসেই দেখি সেই হুবহু লেখাটিই আরেক ব্লগার কোন রকম পরিবর্তন বা কোন লিংক না দিয়েই নিজের নামে দিব্যি চালিয়ে দিয়েছন !
আমার মনে হয় ঐ লেখাটিই তিনি আরেক ভাবে উপস্থাপনা করতে পারতেন বা ঐ লেখাটির লিংক ধরেই লেখাটির সমালোচনা করতে পারতেন। এমন হুবহু কপি এবং পেস্ট দেখে আমি খুবই হতাশ হয়েছি । আর একটি কথা, আমরা নতুন ব্লগার হিসেবে সব সময়ই নতুন নতুন পোস্ট আশা করি যাতে আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারি ।
আমাদের কেবল তো পথ চলা, সে চলার পথে আপনারা আলোর দিশারী হয়ে আমাদের পথ দেখিয়ে সামনের দিকে ধাবিত করবেন এমনই প্রত্যাশা আমাদের । সামুর এই মুক্ত মঞ্চে স্বকীয়তা বজায় রেখে নতুন নতুন বিষয়ে লেখার যথেস্ট সুযোগ আছে । আমরা যেন সেই বিষয়টি ভুলে না যাই ।
আমি কাউকে আঘাত করার জন্য কথাগুলো লিখছি না । সত্যিই সুজনশীলতার পক্ষে ।
.........ঁ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।