আমাদের কথা খুঁজে নিন

   

বিব্রতকর ঘটনা

কিছুদিন আগের ঘটনা, বাসায় মোবাইল রেখে বাইরে গিয়াছিলাম, এসে দেখি কয়েকটা মিসকল। চেক করে দেখি একই নাম্বার থেকে এসছে। ডায়াল করলাম একটা মেয়ে ধরল, জিজ্ঞাসা করলাম “আপনার নাম্বার থেকে রিং এসেছিল, সে বলল এখান থেকে কোন কল যায়নি, বলে রেখে দিলো”। একটু পর আবার ওই নাম্বার থেকে মিস কল, আবার রিং করলাম, আবার সেই মেয়ে রিসিভ করে বলল কোন কল যায়নি। আমি একটু বিরক্ত হয়ে রেখে দিলাম। আবার মিস কল । এবার আমি রেগে গিয়ে আবার রিং করলাম সেই মেয়ে রিসিভ করতেই আমি জিজ্ঞাসা করলাম বার বার মিস কল দিচ্ছেন কেন? ও ওর বিগ বি রে ডাক দিয়ে বলছে (আমি শুনতে পেলাম) ভাইয়া এই নাম্বার থেকে বার বার রিং দিয়া এক পোলা আমারে বিরক্ত করতাসে!!!! (আমার রাগে পানি পড়ল)। তার ভাই মোবাইলটা নিয়াই সুন্দর সম্বোধনে জিজ্ঞাসা করল ওই হালায় তুই কে রে, কি চাস? ফাইযলামি পাইছস, তর বাড়ি কই? আর একবার যদি রিং করছস তাইলে কিন্তু হালা তর অবস্থা খারাপ কইরা ফালামু!!!!! আমি তোতলাতে তোতলাতে বললাম আপনার এই নাম্বার থেকেই তো বারবার রিং আসছে আমি কি করবো? তার ভাই আবার কানে অগ্নি বর্ষণ করলো “ আমি কোন কথা হুনবার চাইনা, রাখ ফোন” আমি রেখে দিলাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।