আমাদের কথা খুঁজে নিন

   

বিব্রতকর



সেদিন একলা রাস্তা ধরে বেশ আয়েশে হাঁটছিলাম। বাসায় ফিরছিলাম। পিছন থেকে শুনলাম, চাকমা চাকমা বলে বেশ কয়েকজন নিজেদের মধ্যে বলাবলি করছে। পাশ কাটিয়ে আসলাম। চা খাব বলে ছোট্ট একটা চায়ের দোকানে বসলাম।

সেখানেও একই অবস্থা। কয়েকজন ভদ্রলোকের মতো রাস্তা দিয়ে চলে যাচ্ছিল। তারাও চাকমা চাকমা বলে চলে গেল। আমার মনে হয় আমার মতো অনেকেই আছেন যারা এরকম বিব্রতকর পরিস্থিতিতে প্রায়ই পড়েন। ওদের কথা শুনে মনে হয় এদেশে বোধয় চাকমা ছাড়া দ্বিতীয় আর কোন ক্ষুদ্র জাতিগোষ্ঠী নেই।

আর ভাবখানা এমন যেন তারা বলতে চায়, ‘কে কোথায় আছিস্ আয়, এই চিড়িয়াখানার পাখিটারে দেখে যা’। কথা হচ্ছে আমি গারো, খাসিয়া বা চাকমা যাই হই না কেন তা কি রাস্তায় ঢাকঢোল পিটিয়ে সবাইকে বলতে হবে? এটা কোন্ ধরণের নীচু মানসিকতা? কই আমি তো এমন হতে দেখিনি যখন কোন বাঙালী রাস্তা বা পার্কে বসে থাকে তখন অন্যান্য জাতিদের ‘বাঙালী বাঙালী’ বলে বিকৃতভাবে চিৎকার করতে। এমনকি গারো বা খাসিয়াদের অঞ্চলে কোন বাঙালী গেলেও এরকম মানসিকতা নিয়ে কাউকে কিছু বলতে শুনিনি। এই ধরণের মানসিকতা মানুষের জন্য কখনোই মঙ্গলজনক হতে পারে না। বিব্রতকর এই রকম মানসিকতার ইতিবাচক পরিবর্তন হোক তাই আশা করি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।