আমাদের কথা খুঁজে নিন

   

বিব্রতকর মুহুর্তগুলো ... ( পর্ব - ২ )

এই ব্লগের সব লেখা সর্বস্বত্ব সংরক্ষিত

বিব্রতকর মুহুর্তগুলো --- ১ম পর্ব প্রাইমারী স্কুলে পড়ি .... তখন কেবল মাত্র সাইকেল চালানো শিখেছি , সুতরাং সুযোগ পেলেই অন্যদের দেখিয়ে দেখিয়ে চালানোর মধ্যে একটা অন্যরকম ভাবের ব্যাপার ছিলো ... তেমনি একদিন স্কুলে ইমনের সাইকেল নিয়ে উড়ে বেড়াচ্ছি মাঠের এক কোনে ... হঠাৎ সিনথি এসে চেয়ে বসলো সাইকেল, সে ও নাকি তার মামার কাছে নতুন সাইকেল চালানো শিখেছে এজন্য সে ও চালাতে চায় , একটু পরে নিও বললে পুচকি মেয়ে বলে বসলো -- লেডিস ফার্স্ট ... এরপর এক অনুরোধেই ইমন রাজী হয়ে যেতেই সাইকেল হাতছাড়া হয়ে গেল , মেজাজটা তখন পুরাই সপ্তমে চড়ে আছে ... সাইকেলে চেপে বসতেই শুরু হলো সিনথির আরেক আল্লাদ ...সাইকেলটা পিছনে থেকে একটু ঠেলে দাও না , আমি প্যাডেল চেপে চালাতে পারি না , আমার মামা পিছনে ঠেলা দেয় আর আমি সামনের হ্যান্ডেল ধরে বসে থাকি ... এই কাজে কেউ সামনে এগিয়ে যায়না দেখে (আমাদের ক্লাসের সবচেয়ে সহজ সরল ছেলে ) রাজীব এগিয়ে গেল তার সাহায্য ... কিড়মিড়িয়ে ওর দিকে তাকাতেই বুঝে গেল , ঘটনা খারাপ ... এই ঠেলার পরে তাকে যে অন্য কোন ঠেলায় পড়তে হবে সে নিয়ে চিন্তা মাথায় আসতেই বেচারা মোটামুটি ভালই চুপসে গেল ... ওদিকে রাজীব যেই না সিনথির সাইকেল ধরেছে অমনি চিল্লায়ে উঠে বললাম -- রাজীব , পঙ্খীরাজ উড়ায়ে দে ... চমকে উঠে বেচারা সাইকেলের ক্যারিয়ার ধরে রাজীব এমন এক ঠেলা দিলো যে সিনথি ব্রেক করার বিন্দুমাত্র না পেয়ে সোজা "ধুম " লাগিয়ে দিল এ্যসেম্বলির জন্য বানানো ছোট্ট কংক্রীটের স্টেজের কোনায় ... বেচারা ইমনের সাইকেল ভেঙ্গে গেল তো গেলই ... অন্য দিকে সীনথি কিছু দিন পরের ঘটনা, আমরা তখনো ভাড়া বাড়ীতে থাকি , বাড়ীওয়ালা পাশের ফ্ল্যাট ভাড়া দিবে বসে নোটিশ লাগানোর কয়েকদিন পরেই আব্বু তার এক অফিস কলিগ কে নিয়ে এলেন বাসা টা দেখাতে ... তারা বাসাটা দেখা শেষ করতেই আসলেন আমাদের বাসায় ... আমি তখন একলা একলা নিজের রুমে ক্যারাম খেলছি, আর মাঝে মাঝে আম্মু আর আপুনিকে ডাকাডাকি করছি আমার সাথে খেলার জন্য.... কিন্তু কেউ কোন পাত্তা না দিয়ে দুজনেই টিভি নিয়ে ব্যাস্ত হয়ে পড়েছে দেখে মেজাজ খারাপ করে নিজেই একলা একলা নিজের সাথে ক্যারাম খেলছি ... একটু পরে শুনি ডিং ডং .... বুঝলাম কেউ এসেছে ... আম্মু এসে বললো ; তোমার আব্বুর গেস্ট এসেছে একটু দেখা করে এসো ... আমি বললাম -- আমার কথা কেউ শোনা না আমি ও শুনবো না ... আম্মু দেখলো লাভ নেই , সুতরাং চলে গেলেন নিজের কাজে ... এক্টু পরে আপুনি তার বান্ধবীকে নিয়ে আমার রুমে ঢুকতেই মনে হলো আরে এই আপুকে কৈ জানি দেখেছি ... আপুনি ঢুকেই বলে -- আব্বু বলেছে সবাই মিলে ক্যারাম খেলতে তাই চলে এলাম ... নেও বোর্ড সাজাও ... আমি বললাম -- তিনজনে কি খেলবো ? ... আপুনি ওর বান্ধবীকে বলে -- যা না, পিচ্চিটাকেও নিয়ে আয় , চারজনে খেলি , ঐ আপুটা বললো -- ও একটু অসুস্হ , আসবে কিনা কে জানে ... আমি মনে মনে বলি - আরেক যন্ত্রনা শুরু হলো ... আপুনি বললো - ধুর, আমিই ওকে নিয়ে আসছি , অন্তু বোর্ড সাজাও তো ... কারে না কারে ধরে আনতে গেসে দেখে মেজাজ খারাপ করে বোর্ড প্রায় সাজিয়ে ফেলেছি আমন সময় দেখি আপুনির হাত ধরে ঘরে ঢুকলো একজন .... সে আর কেউ না ... সিনথি

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।