আমাদের কথা খুঁজে নিন

   

বিব্রতকর পরীক্ষা আর শিক্ষিকা

এটা আমার রাজত্ব অদ্য খারাপ হওয়া বিষয়ে ফল উন্নয়ন করিবার মানসে বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলুম। পরিক্ষা কেন্দ্রে বসিবার পর আশে পাশে সবার চেহারা দেখিয়া বুঝিলাম এস্থলে সবাই আমার ন্যায় ইয়ারকি মারিতেই আসিয়াছে। নতুন শিক্ষক প্রবেশ করিলেন কক্ষে, ঘোষণা দিলেন টুক্লি বাদে আমাদের জন্য সবই করা জায়েজ। আমরাও আশে পাশে বন্ধুদিগের সহিত আলচনা করিয়াই লিখিতে লাগিলাম। অর্ধ ঘন্টা অতিবাহিত হইবার পর নতুন শিক্ষিকা প্রবেশ করিলেন কক্ষে।

তাহার রুপের বর্ণনা আমি দিবনা... ইহার কারন আমার এই যন্ত্রের বোতাম গুলো এই জ্বালা সইতে পারিবেনা। তবে তাহার চোখ দুইখানা অতীব সুন্দর। তিনি আসিয়া তোড়ফোড় আরম্ভ করিলে আমাদেরি এক সহপাঠী দাড়াইয়া তাহাকে জানাইলেন আমরা মানোন্নয়ন পরীক্ষার্থী। আমাদিগের সেই বন্ধুর চেহারা দেখিয়াই বোধ করি ঘাবড়াইয়া গেলেন। কিছুক্ষন পর দুই জন শিক্ষক প্রবেশ করিলে তিনি আমাদিগেরসেই বন্ধুকে দেখাইয়া বোধ করি নালিশ ই জানাইলেন।

বিভাগীয় প্রধান 'নানা' প্রবেশ করিবাপুরবক কক্ষের চিত্র বদলাইয়া গেল। স্বাধীনতা ক্ষুণ্ণ হইল আর টুক্লিবাজেরা হইল মনঃক্ষুণ্ণ। অর্ধ ঘন্টা বাকি থাকিতে আমি বাহির হইয়া আসিলাম আমার অত্যন্ত নিকটের বন্ধু রাব্বি খানের সহিত। হিসাব কশিয়া দেখিলাম প্রতি নম্বরের জন্য আমাদের কত টাকা খরচা হইল। যার নির্যাস লইয়া রাব্বি খান এই চেহারাপুস্তকে একখানা লেখা প্রসব করিয়াছেন।

আজকের পরিক্ষ্ায় বোধ করি তিনি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হইয়াছেন। পুনশ্চঃ শিক্ষিকা কে দেখিয়া অনেকের ই পরিক্ষা খারাপ হইয়াছে। মুগ্ধ হইয়া না... ভয় পাইয়া... ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।